সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকত পর্যটকশূন্য

প্রকাশিত: ০১:৩২ পিএম, মার্চ ১৭, ২০১৫
একুশে সংবাদ : রাজনৈতিক অস্থিরতা আর টানা হরতাল-অবরোধের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এখন পুরোপুরি পর্যটকশূন্য। পর্যটকদের আসা যাওয়া না থাকায় সৈকত কেন্দ্রিক অর্ধসহস্রাধিক ব্যবসায়ীর আয়-রোজগার পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। পারকি সৈকতের স্থানীয় ব্যবসায়ী রশিদ সওদাগর রাইজিংবিডিকে জানান, চলমান হরতাল-অবরোধের কারণে পারকি সৈকতে এখন আর পর্যটকরা আসছেন না। একটা সময়ে যে পারকি বিচের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতিনিয়ত লোকজন ভিড় জমাত। সেখানে এখন আর পর্যটকদের দেখা মিলছে না। স্থানীয়রা জানান, সরকার আনোয়ারার পারকি সৈকতকে পর্যটন করপোরেশনের অধীনে নিয়ে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে। ফলে স্থানীয়রাও এতে আশান্বিত হয়ে পর্যটনকেন্দ্রিক নানা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে। কিন্তু চলমান এই রাজনৈতিক অস্থিরতা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নতুন খড়গ হয়ে দেখা দিয়েছে। এ দিকে স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, পর্যটকদের আগমন সীমিত হয়ে যাওয়ায় পারকি সমুদ্র সৈকত এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। সমুদ্রপথে চোরাচালানীরা মাদকদ্রব্যসহ নানা অবৈধ পণ্য পারকি সৈকতে খালাস করে বিভিন্নস্থানে পাচার করছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকটি মাদকের চালান ধরা পড়লেও থামছে না অবৈধ ব্যবসা। এ দিকে অসামাজিক কার্যকলাপ বন্ধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও এটি বন্ধ করতে পারছে না। পারকি সৈকতের চা দোকানি আবুল কালাম জানান, গত দুই মাস ধরে পারকি সৈকতে পর্যটক কমে যাওয়ায় বেচাকেনাও কমে গেছে। এখন প্রেমিক জুটিদের ওপর নির্ভর করেই পারকি সৈকতের পর্যটন ব্যবসা চলছে। একুশে সংবাদ ডটকম/আর/১৭-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1