সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বৃহস্পতিবার থেকে সৌদিগামী নারীকর্মীদের নিবন্ধন শুরু

প্রকাশিত: ০৮:০৬ পিএম, মার্চ ৪, ২০১৫
একুশে সংবাদ : আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে সৌদি আরবসহ অন্যান্য দেশে যেতে আগ্রহী নারী কর্মীদের নিবন্ধন কার্যক্রম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বার্তায় বলা হয়, প্রথম পর্যায়ে ৫ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত শুধু ঢাকা বিভাগের বাসিন্দারা নিবন্ধন করতে পারবেন। ১২ থেকে ১৬ মার্চ রাজশাহী ও রংপুর, ১৭ থেকে ২৩ মার্চ চট্টগ্রাম ও সিলেট এবং ২৪ থেকে ২৮ মার্চ খুলনা ও বরিশাল বিভাগে নিবন্ধন হবে। নারী কর্মীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশনের নগর ডিজিটাল সেন্টার এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য ৩০০ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি ফি ২০০ টাকা এবং ফরম পূরণে সহায়তার জন্য উদ্যোক্তাকে দিতে হবে ১০০ টাকা। নিবন্ধনের জন্য যেসব কাগজপত্র লাগবে তাহলো- মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)। না থাকলে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র। জন্ম নিবন্ধনে যে নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে হুবহু সেই তথ্যের ভিত্তিতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরি করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ( যদি থাকে) এবং প্রশিক্ষণের সনদপত্রের (যদি থাকে) ফটোকপি। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এদিকে শুধুমাত্র ঢাকা মহানগরে নারী গৃহকর্মী ও গার্মেন্টস কর্মীসহ অন্যান্য পেশায় গমনেচ্ছুদের ৫ থেকে ১১ মার্চ নগর ডিজিটাল সেন্টারে নিবন্ধন করা যাবে। একুশে সংবাদ ডটকম/আর/০৪-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1