সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এপ্রিলে দেশে আসছে গ্যালাক্সি এস৬

প্রকাশিত: ১২:৪১ পিএম, মার্চ ৪, ২০১৫
একুশে সংবাদ :  এপ্রিল মাস থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে স্যামসাংয়ের সম্প্রতি ঘোষণা দেওয়া গ্যালাক্সি সিরিজের নতুন দুটি মডেলের স্মার্টফোন। স্যামসাং মোবাইল বাংলাদেশ সূত্র জানিয়েছে, স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজ নামে যে স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়েছে তা এপ্রিল মাস থেকে বিশ্বের ২০ টি দেশের বাজারে বিক্রি শুরু হবে। এর মধ্যে বাংলাদেশ রয়েছে। ২ মার্চ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের ট্রেড শো। এই প্রদর্শনী উপলক্ষে এস ৬ ও এস ৬ এজ নামে নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এস ৬ এজে মূল ডিসপ্লের পাশাপাশি দুই দিকে দুটি বাঁকানো ডিসপ্লে থাকছে। দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে স্যামসাংয়ের নতুন এই দুটি মডেলের স্মার্টফোন নিয়ে গুঞ্জন ছিল। নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ধাতব কাঠামোর স্মার্টফোনের চেয়ে তাদের স্মার্টফোন ৫০ শতাংশ বেশি টেকসই। নতুন স্মার্টফোনে রয়েছে পাঁচ দশমিক এক ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন (১৪৪০ বাই ২৫৬০ রেজুলেশন) যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে বলে স্যামসাং দাবি করেছে। এতে রয়েছে ৬৪ বিটের ২.১ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস ৭ প্রসেসর যা স্যামসাংয়ের পূর্ববর্তী মডেলের স্মার্টফোনের চেয়ে ৩৫ শতাংশ দ্রুতগতির হবে। এই স্মার্টফোনে ডিডিআর ৩ র‍্যামের পরিবর্তে ডিডিআর ৪ র‍্যাম ব্যবহার করায় স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স ৮০ শতাংশ বাড়বে। এ ছাড়াও দুটি মডেলের স্মার্টফোনে দ্রুতগতির ফ্ল্যাশ স্টোরেজ সুবিধা যুক্ত হয়েছে। মাইক্রোএসডি স্টোরেজ সুবিধা ছাড়া এই ফোন ৩২,৬৪ ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধার মডেলে পাওয়া যাবে। স্মার্টফোনের পেছনে এফ ১.৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরা অ্যাপও উন্নত করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন দুটি মডেলে মাত্র ১০ মিনিটে চার্জ দিয়ে চার ঘণ্টা চালানো যাবে। অবশ্য, স্যামসাং তাদের এই দুটি মডেলের স্মার্টফোনে ব্যাটারি পরিবর্তন করার কোনো সুযোগ রাখেনি। স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে এই স্মার্টফোন দুটির দাম ঘোষণা করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ৩২ গিগাবাইট গ্যালাক্সি এস ৬ মডেলের দাম হবে ৬৯৯ মার্কিন ডলার ও গ্যালাক্সি ৬ এজের দাম হতে পারে ৮৪৯ মার্কিন ডলারের কাছাকাছি।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1