সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মূল্যসূচকে ওঠানামা

প্রকাশিত: ১২:৪০ পিএম, মার্চ ৪, ২০১৫
একুশে সংবাদ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ মার্চ) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৭ পয়েন্টে স্থির হয়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম। টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সোস্যাল ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, লাফার্জ সুরমা, মবিল যমুনা, ফ্যামিলিটেক্স, ন্যাশনাল টিউবস, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাউথইস্ট ব্যাংক ও বেক্সিমকো। লেনদেন হয়েছে মোট ৬৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার (৩ মার্চ) লেনদেন হয়েছিল মোট ২২১ কোটি ০২ লাখ টাকা। এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট কমে ৮ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৪৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়ায়। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেন হয় মোট ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ১৯ কোটি ৬৮ লাখ টাকা। একুশে সংবাদ ডটকম/আর/০৪-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1