সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হরতালের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে ৮ গাড়িতে আগুন

প্রকাশিত: ০৫:৫৩ পিএম, মার্চ ৩, ২০১৫
একুশে সংবাদ : হরতালের তৃতীয় দিনের দেশের বিভিন্ন জেলায় যাত্রীবাহী, আলু, ও চাল  বোঝাই ট্রাকসহ  মোট ৮টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের কালিবাড়ি এলাকায় নবীউল্লা কার্গো সার্ভিস নামে একটি কাভার্ডভ্যানে  একটি কাভার্ডভ্যানে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গাড়ির চালক শিপন (৩০) নিহত হয়। এ ঘটনার পরপরই বেলা ১১ টার দিকে সদরের শান্তির মোড় এলাকায় আবার ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এদিকে, সোমবার দিবাগত রাতে বরিশাল ডিপোতে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি)একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল ৭টার দিকে জয়পুরহটের সদর উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপৈল রেলগেট  এলাকায় চাল ও আলু বাহি ২টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে চাল ও আলু বোঝায় ২টি ট্রাক ওই স্থানে পৌঁছালে ২টি মোটরসাইকেলে করে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত এসে ট্রাক দুটির গতি রোধ করে এবং চালকরা  থামানোর সঙ্গে সঙ্গে  দুর্বৃত্তরা ওই  ট্রাক দুটিতে কেরোসিন ঢেলে তাতে আগুন জ্বালিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আলু বোঝাই দুই ট্রাকে আগুন দেওয়ার পর আবার বগুড়াগামী যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে পেট্রল ঢেলে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘সাক্ষর’ নামে একটি যাত্রীবাহী বাস জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ‘বানিয়াপাড়া’ এলাকায় পৌঁছলে হঠাৎ করে ২টি  মোটরসাইকেলযোগে ৫/৬ জন দুর্বৃত্ত সেখানে হাজির হয়।ওই সময়  তারা ওই স্থানে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে বাসের গতিরোধ করে। এ সময় যাত্রীদের ওই বাস থেকে নামিয়ে দিয়ে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এদিকে, মঙ্গলবার ভোরের দিকে নোয়াখালী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় বাসের হেলপার আহত হয়েছে। বাসটি মাইজদি থেকে যাত্রী নিয়ে চৌমোহনী যাচ্ছিল। ভোরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেট : সিলেট নগরীর মিরাবাজারে খাদ্যজাতপণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং এর একটি কাভার্ডভ্যানে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার রাতে মিরাবাজার-যতরপুর সড়কের খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি (চট্ট মেট্টো ঢ-১১-২৩১৭) যতরপুর আবাসিক এলাকার ভেতরে বনফুল এন্ড কোম্পানির ডিপোতে মালামাল নামানোর সময় পেট্টলবোমা মেরে আগুন ধরিয়ে দেয়। গাড়িটির চালক নজরুল ইসলাম জানান, ৩টি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে গাড়িতে পেট্টলবোমা ছুড়ে দ্রুত সটকে পড়ে। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। একুশে সংবাদ ডটকম/সেলিনা/০৩-০৩-২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1