সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আমলার ও ডু প্লেসিসের , শতরানের জুটি

প্রকাশিত: ১১:৩০ এএম, মার্চ ৩, ২০১৫
একুশে স্পোর্টস ডেস্কঃ  দলীয় ১২ রানের মাথায় প্রোটিয়া ওপেনার ডি কককে হারালেও আরেক ওপেনার হাশিম আমলা এবং তিন নম্বরে নামা ফাফ ডু প্লেসিস দলকে বেশ ভালোভাবেই টেনে নিয়ে চলেছেন। এখন পর্যন্ত ১০৩ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটসম্যান।
ব্যাটিং ক্রিজে ওয়ানডে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক হাঁকিয়ে ৫৭ রান নিয়ে ব্যাট করছেন আমলা। আর ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক হাঁকিয়ে ৫০ রান নিয়ে আমলাকে যোগ্য সঙ্গ দিয়ে চলেছেন ডু প্লেসিস। পাওয়ার প্লে’তে দ. আফ্রিকা ১ উইকেট হারিয়ে তোলে ৫৭ রান। ১০৪ বলে দলীয় শতক আসে প্রোটিয়াদের। পুল ‘বি’র ম্যাচে তৃতীয় ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার ডি কক। জন মুনির করা বলে উইকেটের পিছনে উইলসনের গ্লাভসবন্দি হওয়ার আগে ডি কক করেন মাত্র ১ রান। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বিশ্বকাপের ২৪তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে ক্রিজে আসেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। আইরিশদের হয়ে প্রথম ওভারে বল হাতে আসেন জন মুনি। প্রথম ওভারটি তিনি মেইডেন দিয়ে শুরু করেন। এর আগে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দু’টিতেই জয় পেয়েছে আইরিশরা। অপরদিকে তিন ম্যাচ শেষে আইরিশদের সমান দুটিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। সবকটিতেই জয় পায় প্রোটিয়ারা। সর্বশেষ পাঁচটি ওয়ানডে ম্যাচের মধ্যে দু’টিতে হারের স্বাদ পায় আমলা-ভিলিয়ার্সরা। অপরদিকে, সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জয় পেয়েছে আইরিশরা। দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারদিয়ান, কাইল অ্যাবোট, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির। আয়ারল্যান্ড দল: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পর স্টার্লিং, এড জয়েস, নায়াল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, ম্যাক্স সোরেনসন, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকট্রেল।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1