সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পর্যটন ব্যবসায় ক্ষতি দুই হাজার কোটি টাকা

প্রকাশিত: ১২:১২ পিএম, মার্চ ১, ২০১৫
একুশে সংবাদ : চলমান অবরোধ ও হরতালে পর্যটন ব্যবসায় ধস নেমেছে বলে জানিয়েছে ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। তাদের মতে, দেশে চলমান অবরোধ এবং হরতালে পর্যটন ব্যবসা কমেছে প্রায় ৯৫ শতাংশ। ৫৩ দিনের টানা অবরোধে এ খাতে ২ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ট্যুরিজম সেক্টর : চ্যালেঞ্জ অ্যাহেড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান টোয়াবের সভাপতি প্রফেসর ড. আকবর উদ্দিন আহমাদ। আকবর উদ্দিন বলেন, শীতকাল এলে এদেশে পর্যটনদের আগমন বেড়ে যায়। কিন্তু গত তিন বছর ধরেই রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন শিল্পের মারাত্মক ক্ষতি হয়েছে। সরকারের কাছ থেকে আর্থিক অনুদান ও বিনা সুদে ব্যাংক ঋণের দাবি করে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা অপূরণীয় ক্ষতির মুখোমুখি। যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধেও তাড়া দেয়া হচ্ছে। রাজনৈতিক সমস্যার মাসুল আমরা কেন এভাবে দিয়ে যাব? পর্যটন খাতকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে টোয়াব নেতারা। এসময় আরও উপস্থিত ছিলেন টোয়াব সহ-সভাপতি মো. রাফেউজ্জামান, মো. হাফিজুর রহমান ফারুক, পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) আরএইচএম ইমরান চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাকিম আলী প্রমুখ। একুশে সংবাদ ডটকম/আর/০১-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1