সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাইকগাছায় উৎপাদন খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় গমের আবাদ দ্বিগুন

প্রকাশিত: ১০:৩০ এএম, মার্চ ১, ২০১৫
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় উৎপাদন খরচ ও অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে গমের আবাদ। চলতি মৌসুমে উপজেলায় ৪শ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল গমের আবাদ হয়েছে। যা বিগত বছরের চেয়ে দ্বিগুণ। প্রতিকুল আবহাওয়া বিরাজমান থাকার কারনে হেক্টর উৎপাদন ৩ মেঃ টন ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষকরা। উপকুল ও লবণ অধ্যুষিত এ উপজেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ১৭ হাজার ৫শ ৭৫ হেক্টর। আবাদযোগ্য এ জমির মধ্যে গত বছর দু’শ হেক্টর জমিতে গমের আবাদ হলেও চলতি বছর ৪শ হেক্টর জমিতে খাটো ভ্যারাইটির উচ্চ ফলনশীল গমের আবাদ করা হয়েছে। উৎপাদন খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে গমের আবাদে কৃষকদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এ উপজেলায় ১০টি ইউনিয়ন থাকলেও লবনক্তাতার কারনে ৬টি ইউনিয়ানে চলতি মৌসুমে হরিঢালী ইউনিয়নে ১০৫, কপিলমুনি ২১৫, গদাইপুর ১৫, রাড়–লী ৩৭, চাঁদখালী ৬ ও গড়ইখালী ইউনিয়নে ৫ হেক্টর জমিতে আবাদকৃত ফসলের অধিকাংশ গাছে ইতোমধ্যে ফুল থেকে ফলে রূপান্তর ও কিছু কিছু গাছে অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে রয়েছে। মঠবাটি গ্রামের গম চাষী লিপটন সরদার জানান, গত বছর ৫ বিঘা জমিতে গম চাষ করেছিলাম এ বছর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বীজ সার ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে ১ হেক্টর জমিতে গমের চাষ করেছি।তবে গতবছরের তুলনায় এ বছর গমের উৎপাদন বৃদ্ধি পাবে। বি.বি শ্যামনগর গ্রামের কওসার আলী জানান, বিগত বছর দেড় বিঘা জমিতে গমের আবাদ করে লাভবান হওয়ায় এ বছর তিনি ৬ বিঘা জমিতে আবাদ করেছেন। প্রতিকুল আবহাওয়া বিরাজমান থাকলে চলতি মৌসুমে গমের উৎপাদন হেক্টর প্রতি ৩ মেঃ টন ছাড়িয়ে যাবে বলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মহসীন আলী জানান। একুশে সংবাদ ডটকম/আর/০১-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1