সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সৌর বিদ্যুৎচালিত গভীর নলকুপ ব্যাবহারে লাভবান হবে কৃষক

প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
একুশে সংবাদ : হরদেবপুর গ্রামের গড়ার বিলে ৭৫ একর জমিতে সৌর বিদ্যুৎ চালিত দুটি গভীর নলকুপের পানিতে চাষ হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। ইরি মৌসুমেও পানির সংকট নেই, চলছে অবিরাম পানির প্রবাহ । পূর্বে ৪৬ শতক জমিতে সেচের পানি বাবদ কমপক্ষে আট হাজার টাকা খরচ হলেও উপযুক্ত সময়ে পানি পাওয়ার নিশ্চয়তা ছিলনা। অথচ বর্তমানে ৫হাজার টাকায় পাওয়া যাচ্ছে প্রয়োজনের চেয়ে অধিক পানি। মাঠ জুড়ে সবুজ ধানের কচি পাতার ঢেউ আর কৃষকের হাসি মিলে একাকার হয়ে গেছে গড়ার বিল। পানির সরবরাহ নিশ্চিত করতে পারায় এ মৌসুমে পূর্বের তুলনায় ফলন বেশি পাওয়ায় আশা করছেন হরদেবপুর গ্রামের কৃষকেরা। ঝিনাইদহের কালগীঞ্জের জামাল ইউনিয়নের অবহেলিত হরদেবপুর গ্রামের প্রায় শতভাগ মানুষ কৃষি নির্ভর। গড়ার বিলের ফসল তাদের জীবিকার একমাত্র অবলম্বন। এ বিলের মাটি এঁটেল প্রকৃতির হওয়ায় খরা মৌসুমে মাঠ ফেটে চৌঁচির হয়ে যায়। অগভীর নলকুপের পানি মাঠের প্রয়োজনীয় পানির চাহিদা মেটাতে পারত না। ফলে জমিতে প্রয়োজনীয় পানি নিশ্চিত করতে সেচ খরচ অনেক বেশী পড়ত। এতে কৃষকেরা আশানুরুপ লাভ পেত না। হরদেবপুর গ্রামের কৃষক নেতা উদয়শংকর বিশ্বাস ও রফিকুল ইসলাম জানান ঝিনাইদহের এইড নামের একটি বেসরকারী সংস্থার সহযোগিতায় ৬বছর পূর্বে আবাদ প্রকল্পের আওতায় হরদেবপুরে একটি চাষি ক্লাব গঠন করা হয়। গ্রামের ৭৫ কৃষক পরিবার এই ক্বাবের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়। পরে একই সংস্থার সোলার ইরিগেশন প্রকল্পের আওতায় ঐক্যবদ্ধ কষকেরা গভীর নলকুপের জন্য আবেদন করে। এরই ধারাবাহিকতায় চলতি ইরি বোরো মৌসুমের শুরুতেইে এইডের অর্থায়নে কম খরচে অধিক ফসল উৎপাদনে সাশ্রয়ী সেচ ব্যবস্থা সৌর বিদ্যুৎ চালিত দুটি গভীর নলকুপ স্থাপন করা হয় । অবহেলিত হরদেবপুর গ্রামে সৌরশক্তির সাহায্যে মিনি গ্রিডের মাধ্যমে স্বল্প খরচে গ্রামের সকল বাড়িকে আলোকিত করার প্রস্ততিও চলছে বলে তিনি জানান। কৃষক নেতা উদয়শংকর জানান, পূর্বে ইরি-বোরো মৌসুমে প্রতি বিঘা (৪৬ শতক) জমিতে সেচ দিতে কমপক্ষে ৮হাজার টাকা খরচ হতো। কিন্তু চলতি বছরে গভীর নলকুপ স্থাপিত হওয়ায় বর্তমানে প্রতিবিঘা জমিতে সেচ বাবদ খরচ হচ্ছে মাত্র ৫হাজার টাকা। এতে বেশ খুশি এলাকার কৃষকেরা। তিনি আরো জানান, পূর্বে আমন মৌসুমে আগে সেচ বাবদ খরচ হত কমপক্ষে ১হাজার ৪‘শ টাকা সেখানে গভীর নলকুপের পানিতে খরচ হবে মাত্র ৬’শ টাকা। উদয় শংকর দুঃখ প্রকাশ করে বলেন, সব সরকারের আমলেই হরদেবপুর গ্রামবাসী বৈষম্যের শিকার হয়েছে। কোন সরকারের আমলেই গ্রামের রাস্তাঘাটের নুন্যতম উন্নয়ন ঘটেনি। তিনি জানান, সৌর বিদ্যুৎ চালিত গভীর নলকুপের ১৫ ট্রাক যন্ত্রপাতি কাঁচা রাস্তায় ঝুঁকি নিয়ে মাঠ পর্যন্ত পৌঁছান হয়। হরদেবপুর গ্রাম উন্নয়ন কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৪০জন। কমিটির সভাপতি সনজিত বিশ্বাস ও সাধারণ সম্পাদক অশোক বিশ্বাস। এই কমিটির মাধ্যমে ঘরে ঘরে শিক্ষার মান উন্নয়ন, কৃষি উৎপাদনে অধিক সাফল্যর মাধ্যমে প্রতিটি পরবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি, বাল্য বিয়ে প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানোসহ গ্রামের রাস্তা পাকাকরণের স্বপ্ন দেখেন সংগঠনের নেতৃবৃন্দ। সকল রাজনৈতিক দলাদলির উর্ধ্বে থেকে গ্রাম উন্ননের মাধ্যমে হরদেবপুরকে একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা। একুশে সংবাদ ডটকম/আর/২৮-০২-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1