সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ক্যান্সারের সম্ভাবনা কমাবে শারীরিক সম্পর্ক !

প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
একুশে সংবাদ : প্রস্টেট ক্যান্সার কমাতে ২০ জনের বেশি মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা উচিত৷ ঘাবড়াবেন না, ফেসবুকের কোনও মেসেজ নয়৷ খোদ চিকিৎসাবিজ্ঞান জানাচ্ছে এই থিওরি৷ আমাদের দেশে বহুপত্নী বা বহুগামিতা যেখানে সমাজের চোখে ঘৃণ্য অপরাধ, সেখানে এই ধরনের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বই কী! তবে গবেষণাটি হয়েছে বিদেশের মাটিতে, এই যা রক্ষে৷ গবেষণা বলছে একজন ব্যক্তি যদি পর পর একাধিক , মানে ২০ জনের বেশি মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, তাহলে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা স্বাভাবিকের তুলনায় তিনগুণ কমে যায়৷ শুধু তাই নয়, এর ফলে পুরুষদের শরীরে ক্যান্সার সৃষ্টিকারী টিউমারের ক্ষমতাও কমে যায় প্রায় ১৯ শতাংশ পর্যন্ত৷ সমীক্ষা বলছে, যদি আপনি ব্রহ্মচর্য মেনে চলেন তাহলেও খুব একটা সুরক্ষিত নন আপনি৷ কেননা সেক্ষেত্রেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না ক্যান্সারের সম্ভাবনা৷ আসলে নিয়মিত শারীরিক সম্পর্কের মধ্যে থাকলে ক্যান্সার সৃষ্টিকারী অনেক কেমিকেলই না কি বেরিয়ে যায় বীর্যের সঙ্গে৷ ফলে আপনিও থাকবেন সুরক্ষিত৷ তবে যারা শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে কয়েকবছর গিয়েছেন, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই যুক্তি৷ হস্তমৈথুন বা নতুন যৌন সম্পর্ক যারা করছেন, তাদের ক্ষেত্রে পদ্ধতিটি ফলদায়ক নয়৷ কিন্তু বাদ দেওয়া যায় না সামাজিক ব্যাধির ভাবনাটিও৷ কারণ এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমাজে খানিকটা হলেও যে অধঃপতনের মাত্রা বাড়বে তা স্বাভাবিক৷ তবে গবেষকরা দ্রুত কোনও সি্দ্ধান্তে আসতে চাইছেন না৷ এই গবেষণায় উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য৷ যৌন সম্পর্ক স্থাপনে যদি আপনি খুব একটা অনাগ্রাহী না হন, তাহলে প্রস্টেটের ক্যালসিয়াম লেভেল থাকে ঠিকঠাক৷ আর রক্তে ক্যালসিয়ামের মোট পরিমাণ ঠিক থাকলে, কমবে ক্যান্সারের সম্ভাবনাও৷ একুশে সংবাদ ডটকম/আর/১৮-০২-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1