সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এশিয়ার বৃহৎ আরএনডি প্রতিষ্ঠা করছে ওয়ালটন

প্রকাশিত: ১২:৩২ পিএম, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
একুশে সংবাদ : প্রযুক্তি পণ্য উৎপাদনে এশিয়ার বৃহৎ গবেষণা ও উন্নয়ন বিভাগ (আরএনডি) প্রতিষ্ঠায় কাজ করছে ওয়ালটন। পণ্যের গুণগত উচ্চমান নিশ্চিতকরণ এবং পণ্য নিয়ে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে ওয়ালটন এ উদ্যোগ নিয়েছে। জানা গেছে, ২০০৫ সালে ওয়ালটন আরএনডি (রির্সাচ অ্যান্ড ডেভলপমেন্ট) বিভাগের কার্যক্রম শুরু করে। মাত্র দশ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি এশিয়ার বৃহৎ আরএনডিতে পরিণত হতে যাচ্ছে। ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগে চার শতাধিক দেশি-বিদেশি দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী কাজ করছেন। গত কয়েক মাসে এই বিভাগের জনবল দ্বিগুন করা হয়েছে। বৃহৎ আকারে সমন্বিত গবেষণার পাশাপাশি প্রতিটি পণ্যভিত্তিক গবেষণা ও উন্নয়ন বিভাগ চালু করা হয়েছে। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায় গভীরভাবে পণ্যমান যাচাই করা হচ্ছে। গাজীপুরে নিজস্ব কারখানায় উচ্চমান সম্পন্ন, পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী পণ্য উৎপাদন করছে ওয়ালটন। এসব পণ্যের মধ্যে রয়েছে ফ্রিজ, টেলিভিশন, মোটরসাইকেল ও এয়ারকন্ডিশনার। পণ্যের উচ্চমান নিশ্চিত করার সঙ্গে সঙ্গে নিয়মিত গবেষণার ফলে একদিকে পণ্যমান বাড়ছে অন্যদিকে কমছে উৎপাদন খরচ। ওয়ালটনের আরএনডি বিভাগের নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. মঈনুল হক বলেন, ‘আরএনডি হলো যেকোনো উৎপাদনশীল প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র। নিয়মিত গবেষণায় নতুন নতুন ডিজাইনের মান সম্পন্ন পণ্য উৎপদানই আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে ওয়ালটন আরএনডিতে অধিক গুরুত্ব দিয়েছে। এছাড়া ওয়ালটনের প্রকৌশলীরা প্রতিনিয়ত জাপান, কোরিয়া, জার্মানি, ইতালি, তাইওয়ান, চীন ও মালয়েশিয়ার বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন।’ ওয়ালটনের সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী রাকিবুল হোসেন আহমেদ বলেন, ‘পণ্য রপ্তানিতে ভারত, অষ্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের টেস্টিং সার্টিফিকেট অর্জনের প্রক্রিয়া চলছে। আশা করছি আরএনডি কার্যক্রমের মাধ্যমে এই সার্টিফিকেট অর্জনে সক্ষম হবে। বিভিন্ন দেশের আবহাওয়া উপযোগী করে পণ্য তৈরি হচ্ছে। কারণ প্রযুক্তিগতভাবে দেশকে এগিয়ে নিতে হলে আরএনডির গুরুত্ব অপরিসীম।’ একুশে সংবাদ ডটকম/আর/১৮-০২-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1