সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ওয়ার্ল্ড ভিশনে শিশুদের বাজেট বিষয়ে গোল টেবিল বৈঠক

প্রকাশিত: ০৭:২৮ পিএম, জানুয়ারি ২৬, ২০১৫
বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন ও পরবর্তীতে ২০১৩-এ পূর্ণাঙ্গ শিশু আইন প্রণয়ন করেছে। এমনকি জাতিসংঘের শিশু অধিকার সনদ স্বাক্ষরেও পৃথিবীর মধ্যে প্রথম সারির দেশ (২০ তম) হলেও শিশু অধিকার সরকারের অগ্রাধিকারের তালিকায় স্থান পায়নি। কেননা, ২০১৩-১৪ অর্থবছরে শিশু উন্নয়ন সংক্রান্ত প্রকল্প ৫৫টি থেকে কমিয়ে চলতি অর্থবছরে প্রকল্প রাখা হয়েছে মাত্র ২১ টি। শিশুর শিক্ষা, স্বাস্থ্য-পুষ্টি ও সুরক্ষা ক্ষেত্রে জাতীয় বাজেটে এই বরাদ্দ হ্রাসের ফলে শিশু অধিকার প্রতিষ্ঠায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এসব কথা জানা গেছে সোমবার সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বান্দরবান এডিপি অফিসে আয়োজিত শিশুদের বাজেট ভাবনা বিষয়ে এক গোল টেবিল বেঠকে। ওয়ার্ল্ড ভিশন এডিপির টিম লিডার শ্রাবণ কুমার চাকমার সমন্বয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশগ্রহণ করেন উপজেলা শিক্ষা অফিসার কাজী নুরুল আমীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শামসুজ্জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, জিটিভি’র জেলা প্রতিনিধি মো: ইসহাক, একুশে সংবাদের জেলা প্রতিনিধি টিং শৈ প্রু (মংটিং), গিরিদর্পণের সেলিম আহমদ চৌধুরীসহ সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিশু ফোরামের সদস্যবৃন্দ। বৈঠকে অংশগ্রহণকারীগণ বলেন, জাতির আগামী প্রজন্মের ভবিষ্যত বিনির্মানে আজকের শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করতে যথাযথ বিনিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। তাই জাতীয় বাজেটে শিশুদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে সঠিক বরাদ্দ ও ব্যবহারের ব্যাপারে বিশেষ বিবেচনা করতে হবে। এরফলে আগামী প্রজন্মের লক্ষিত ভবিষ্যত গড়ে তুলতে সম্ভব হবে। একুশে সংবাদ ডটকম/আর/২৬-০১-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1