সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফুটবলকে বিদায় বললেন রিকুয়েলমে

প্রকাশিত: ০১:৫১ পিএম, জানুয়ারি ২৬, ২০১৫
একুশে স্পোর্টস ডেস্কঃ কিংবদন্তি আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমে ফুটবলকে বিদায় বললেন। ৩৬ বছর বয়সী ফুটবলার ক্যারিয়ারের বিভিন্ন সময় বার্সেলোনা, ভিয়ারিয়াল ও বোকা জুনিয়র্সে মাঠ মাতিয়েছেন।   রোববার এক সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেন, ‘আমি আর ফুটবল না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এখন শুধুই একজন ভক্ত আমি। ক্যারিয়ার নিয়েও কোনো খেদ নেই আমার। ক্যারিয়ারে ফুটবলকে উপভোগ করার চেষ্টা করেছি। ধারনা করি ভক্তরাও আমার কাছ থেকে একই জিনিসটি পেয়েছেন।’   কেন ফুটবল থেকে অবসরে যাচ্ছেন তাও খোলাসা করেন আলবেসেলেস্তি ফুটবলার। তিনি বলেন, ‘বোকা, আর্জেন্টিনা, ভিয়ারিয়াল, বার্সেলোনা ও যুব দলে সবকিছু নিংড়ে দিতে দিতে এখন ক্লান্ত বোধ করছি আমি। সেজন্যই অবসরে। অনেক চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত। আশা করছি আনন্দপূর্ণ অবসর কাটাতে পারব।’   রিকুয়েলমে বোকা জুনিয়র্সের হয়ে পাঁচটি লিগ শিরোপা, তিনটি কোপা লিবার্তাদোস, ভিয়ারিয়ালের হয়ে দুটি ইন্টারটো কাপ জিতেছিলেন। ক্যারিয়ারে দুবার আর্জেন্টিনার প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন ৩৬ বছর বয়সী মিডফিল্ডার। প্রথমবার ২০০০ সালে, শেষবার ২০১১ সালে।   ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলেছেন রিকুয়েলমে। যিনি ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে খেলেছিলেন। বোকা জুনিয়র জুনিয়র দল থেকে উঠে আসা রিকুয়েলমেকে দেশটির সবচেয়ে প্রতিভাবান মিডফিল্ডারদের একজন হিসেবে ভাবা হয়।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৬.০১.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1