সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু

প্রকাশিত: ০১:৩৯ পিএম, জানুয়ারি ২৬, ২০১৫
একুশে ডেস্কঃভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সোমবার সকালে দিল্লির রাজপাথে পৌঁছেছেন সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার পত্নী মিশেল ওবামা। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থণা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হচ্ছেন ওবামা। কোনো মার্কিন সরকার প্রধানের ভারতে এ ধরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার এটিই হচ্ছে প্রথম ঘটনা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ তাদের শুরু হবে বলে জানিয়েছে এনডিটিভি।   দিল্লিতে ওই অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। ভারতের সেনা, বিমান এবং নৌবাহিনীর সদস্যরা এতে অংশ নিচ্ছে। নেতাজি সুভাষ মার্গ থেকে তিলক মার্গ, ইন্ডিয়া গেট, রাজপথ হয়ে লাল কেল্লায় পর্যন্ত হবে কুচকাওয়াজ ।   প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রোববার রাত থেকেই শুরু হয়েছে চেকিং। গাড়ি থামিয়ে চালকদের পরিচয় জিজ্ঞেস করা হয়। তবে কালো টুপি এবং মাফলার পরা লোকদের কড়া নজরে রেখেছে পুলিশ।   গোয়েন্দা সূত্রগুলোর আশঙ্কা এই প্যারড বানচালের জন্য অনুষ্ঠানে চোরাগুপ্তা হামলা চালাতে পারে মাওবাদী বিদ্রোহীরা। ওবামাকে প্রধান অতিথি করার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে তারা ছত্রিশগড়ে লিফলেট বিলি করেছে। সেখানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বাতিলেরও দাবি জানিয়েছে বিদ্রোহীরা। এ কারণেই নিরাপত্তার এতটা কড়াকড়ি। অনুষ্ঠানের মূল মঞ্চটি পাহাড়া দিচ্ছে ২ হাজারের মত নিরাপত্তা সদস্য। প্রেসিডেন্ট প্রণব মুখার্জী, প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানেই বসেছেন।   প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাত স্তরের নিরাপত্তা চাদরে মোড়ানো হয়েছে রাজধানী দিল্লিকে। মোতায়েন করা হয়েছে ৫০ হাজার নিরাপত্তা সদস্য। এদের মধ্যে ৫শ মার্কিন গোয়েন্দা বিভাগের সদস্য। এছাড়া দিল্লির ৪শ কিলোমিটার পর্যন্ত এলাকাকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। ফলে রাজধানীর নিকটবর্তী জয়পুর এবং আগ্রা শহরদুটিও এই নো-ফ্লাই জোনের আওতায় পড়েছে।   দিল্লি কেন্দ্রস্থলে মোতায়েন করা হয়েছে ১৫ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা। এছাড়া দিল্লির ৭১টি বহুতল ভবনের ছাদ থেকে গোটা অনুষ্ঠানের ওপর কড়া নজর রাখছে ভারত ও যুক্তরাষ্ট্রের সুপ্রশিক্ষিত স্নাইপাররা।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৬.০১.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1