সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্যস্ততায় কাটছে আইরিনের সময়

প্রকাশিত: ১২:২১ পিএম, জানুয়ারি ২৬, ২০১৫
একুশে সংবাদ : গত দুই বছরে র‌্যাম্প থেকে বেশ ক'জন নারী মডেল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন। রূপ, গ্ল্যামার, উপস্থাপনা, নাচ, পারফরমেন্স- সব মিলিয়ে বেশ ভালও করছেন তারা। তবে র‌্যাম্প থেকে এসে যিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায়, তিনি আইরিন সুলতানা। চলচ্চিত্রে এখন তার ব্যস্ততা এতটাই যে, র‌্যাম্পে একদমই সময় দিতে পারছেন না।   সব মিলিয়ে পরিচালকদের কাছেও আইরিন চলচ্চিত্রের অত্যন্ত সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছেন। মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, অপু বিশ্বাসের মতো সিনিয়র অভিনেত্রীরা এখন চলচ্চিত্রে কাজ করছেন খুব কম। এই তারকাদের পর চলচ্চিত্র অনেকটাই নায়িকাশূন্য হয়ে পড়ে। অনেকে এসেও নিজেকে সঠিক পথে নিয়ে যেতে পারেননি। সেদিক থেকে এ প্রজন্মের মধ্যে আশার আলো জ্বেলেই চলচ্চিত্রে পদার্পণ করেন আইরিন। প্রথম চলচ্চিত্র হিসেবে দেবাশিষ বিশ্বাস পরিচালিত ‘ভালবাসা জিন্দাবাদ’-এর মাধ্যমে ভালই সাড়া পেয়েছিলেন তিনি। তবে সব সময় বাণিজ্যিক ধারার ছবিকেই প্রাধান্য দিয়ে আসছেন গ্ল্যামারাস এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় আইরিন ৬টি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এর কাজ প্রায় শেষ করেছেন। এখানে আরজুর বিপরীতে দেখা যাবে তাকে। এর বাইরে ‘এক পৃথিবী প্রেম’, ‘টার্গেট’, ‘সেই তুমি’, ‘ভালবাসা প্রেম নয়’ এবং ‘লুকোচুরি প্রেম’ ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। গেল কয়েকদিন কক্সবাজারে ‘টার্গেট’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন এ তারকা। সেখানে গানসহ ছবির বেশ কিছু দৃশ্যেও শুটিং হয়। এ ছবিতে আনিসুর রহমান মিলনের বিপরীতে দেখা যাবে তাকে। হাফডজন ছবির পাশাপাশি আরও প্রায় চার-পাঁচটি ছবিতে কাজ করার কথাবার্তা চলছে আইরিনের। ব্যাটে বলে মিলে গেলে সেগুলোও করে ফেলবেন।   এ বিষয়ে আইরিন বলেন, এখন ছয়টি ছবির কাজ করছি। আমার মনে হয় এসব ছবি চলতি বছর মুক্তি পেতে পারে। আর সেটা হলে এ বছরটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি যে ধরনের বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চাচ্ছিলাম, এ ছবিগুলো সেরকমই। তাই আমি বেশি আনন্দিত ও আশাবাদী। এসব ছবির মাধ্যমে দর্শক হৃদয়ে খানিক জায়গা করে নিতে পারলেই সেটা হবে আমার সার্থকতা। একুশে সংবাদ ডটকম/আর/২৬-০১-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1