সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গ্রীসের নির্বাচনে জয়ের পথে কৃচ্ছ্রতা বিরোধী দল

প্রকাশিত: ১২:০৭ পিএম, জানুয়ারি ২৬, ২০১৫
একুশে ডেস্কঃ গ্রীসের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে দেশটির কৃচ্ছ্রতা-বিরোধী বামপন্থী দল সিরিজা।এখন পর্যন্ত মোট ৭৫ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ফলে দেখা গেছে, মোট ১৪৯টি আসনই পেয়েছে সিরিজা পার্টি।   ঋণ এবং অর্থসংকট থেকে মুক্তি পেতে গত কয়েক বছর ধরে গ্রীসে যে মিতব্যয়িতা বা কৃচ্ছতার নীতি চলছে সেটির ঘোর বিরোধী সিরিজা পার্টি। মানুষের ব্যাপক সমর্থন পেলেও সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সিরিজা পার্টি একাই সরকার গঠন করতে পারবে কি-না তা এখনো স্পষ্ট নয়। কেননা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যত আসন প্রয়োজন তার থেকে এখনো সিরিজা-র দুটো আসন কম রয়েছে। তবে, বাকি ভোট গণনা হলে এই সংখ্যা হয়তো পাল্টে যাবে। ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন দেশটির বিদায় প্রধানমন্ত্রী এন্টোনিস সামারাস এবং সিরিজা পার্টির প্রধান অ্যালেক্সিস সিপরাস -কে ফোন করে অভিনন্দনও জানিয়েছেন তিনি।   অ্যালেক্সিস সিপরাস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে তিনি পুনরায় আলোচনায় বসবেন। নির্বাচনে জয়লাভের পর তিনি বলেছেন, বিদায়ী সরকার কৃচ্ছ্রতার যে কঠোর নীতি নিয়েছিল এবারে তার অবসান ঘটতে যাচ্ছে।   অ্যালেক্সিস সিপরাস বলেছেন, ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে নতুন সরকার তার আন্তর্জাতিক বন্ধুদের সাথে সহযোগিতা করতে ও আলোচনায় বসতে প্রস্তুত। নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের পর সিরিজা পার্টিকে সতর্ক করে দিয়েছেন জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেনস ভেইডমান।   ঋণের কবল থেকে বের হয়ে আসার জন্যে গত সরকারের আমলে যে সকল অর্জন হয়েছে সেগুলোকে এই সরকার হুমকির মুখে ফেলবে না বলেও আশা প্রকাশ করেছেন মি. ভেইডমান। আর কৃচ্ছ্রতা বিরোধী স্পেনের বামপন্থী দল পোডেমস-এর নেতা বলেছেন, স্পেনেও পরিবর্তন আসন্ন।   এ বছরেই স্পেনেও সাধারণ নির্বাচনের কথা রয়েছে। সাম্প্রতিক মন্দায় স্পেন-ও ভীষণ চাপে পড়েছিল এবং কৃচ্ছ্রতার নীতি নিয়েছিল।     একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৬.০১.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1