সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবার সংবাদপত্রের সঙ্গে সরকারের বৈঠক

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, জানুয়ারি ২৫, ২০১৫
একুশে সংবাদঃ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন। এর আগে গত ২২ জানুয়ারি টেলিভিশন চ্যানেলের প্রধানদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী।   হাসানুল হক ইনুর সভাপতিত্বে রোববার বেলা সোয়া ১১টার দিকে এ বৈঠক শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়। তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।   সম্পাদকদের মধ্যে ডেইলি স্টার সস্পাদক মাহফুজ আনাম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, আলোকিত বাংলাদেশ সম্পাদক কাজী রফিকুল আলমসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক এবং সম্পাদকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।   বৈঠকের শুরুতে মরতুজা আহমদ বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্র আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা, হাসপাতালের বার্ন ইউনিটে বাতাস ভারাক্রান্ত- এসব পর্যবেক্ষণ নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। আপনাদের ভূমিকা সমাজকে আলোকিত করতে পারে।’   বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতি তা স্বাভাবিক হোক, সুন্দরভাবে দেশ চলুক ইত্যাদি আলোচনা করেছি। এছাড়া, প্রতিষ্ঠিত সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে আমরা গঠনমূলক সুন্দর আলোচনা করেছি। বরেণ্য ব্যক্তিরা যারা সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তাদের কাছ থেকে মূল্যবান চিন্তা-ভাবনা ও পরামর্শ পেয়েছি। সবাই দেশের শান্তি চাই। কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ থাকুক, এটাই সবার কামনা। এ ব্যাপারে কোনো রাজনীতি নেই। কোনো মত নেই, দল নেই। এ ব্যাপারে আলোচনা করেছি।’   আলাপ-আলোচনার প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘এর একটা পরিবেশ থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সন্ত্রাসের কথা অনেকে বলেছেন, নাশকতার বিষয়ে অনেকে কথা বলেছে। সবচেয়ে বড় কথা, এটা আমাদের সবার দেশ, সবার প্রিয় মাতৃভূমি, এই প্রিয় মাতৃভূমিতে সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে ভালো রাখবো। ভালো থাকুক এটা আমাদের কামনা।’   দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। একমত হয়েছি শান্তির স্বপক্ষে। সবাই শান্তি চাই, অশান্তি চাই না। এই যে বিশৃঙ্খলা চলছে, অশান্তি চলছে, সন্ত্রাস চলছে- আমরা সবাই এটার বিরুদ্ধে। আমরা সবাই মনে করি এর রাজনৈতিক সমাধান হওয়া উচিৎ। আলোচনার মাধ্যমে সম্পাদকরা এর সমাধানের প্রস্তাব করেছি। আমরা মনে করি দেশ এভাবে চলতে পারে না। সমাধান হতেই হবে। মানুষ কতকাল এই অসহায়ের মধ্যে থাকবে। সবাই একমত হয়েছি, সবাই শান্তি চাই।’     একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৫.০১.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1