সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নামেই হরতাল, গাবতলীতে চলছে বাস

প্রকাশিত: ০২:৪৬ পিএম, জানুয়ারি ২৫, ২০১৫
একুশে সংবাদঃবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল কর্মসূচিতে সকাল থেকে গাবতলী এলাকার পরিস্থিতি ছিল স্বাভাবিক। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের চাপ কিছুটা কম লক্ষ্য করা গেছে এদিন।   রোববার সকালে সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমনটাই দেখা যায়। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে যাতায়াতের বৃহত্তম এ বাসটার্মিনাল ঘুরে আরো দেখা যায়, অন্যান্য দিনের মতো আজ টার্মিনাল প্রাঙ্গণে যাত্রীদের তেমন একটা উপস্থিতি নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের আনাগোনা ক্ষাণিকটা বাড়তে দেখা যায়।   বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা যায়, হরতাল থাকলেও সকাল থেকেই গাবতলী বাসটার্মিনাল থেকে রাজশাহী, বগুড়া, রংপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশোর, খুলনা, ফরিদপুর, দিনাজপুরসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় সব এলাকার বাসই ছেড়ে গেছে। তবে সোহাগ পরিবহন, ঈগল, একে ট্রাভেলস বা হানিফ পরিবহনের মতো অভিজাত বাসগুলো ছাড়ছে না। চলছে সূবর্ণা, পূর্বাশা, সৌহার্দ্য পরিবহন, সুমন পরিবহন, ফাতেমা পরিবহন, সততা পরিবহন, রাজধানী পরিবহনসহ ‘সি’ গ্রেডের প্রায় সকল বাস। হানিফ কাউন্টারের কাউন্টার মাস্টার দাউদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার ও সোমববার তারা কোনো বাস ছাড়বে না।   এদিকে শ্যামলী পরিবহন অবশ্য দিনে বাস না ছাড়লেও সন্ধ্যা নাগাদ কিছু বাস বিজিবি পাহাড়ায় ছাড়তে পারে বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার বাবলু। ঢাকা-কুষ্টিয়া-ঝিনাইদাহ রোডে চলাচলকারী এসবি পরিবহনের গাবতলী কাউন্টার মাস্টার আকরাম হোসেন জানান, আজ তাদের গাড়ি চলছে না। তবে কাল থেকে চলার সম্ভাবনা আছে।   হরতালের মধ্যে চলাচলকারী সৌহার্দ্য পরিবহনের কাউন্টার মাস্টার নাসির বলেন, ‘সকাল থেকেই যাত্রী আসছে। তাই আমরা গাড়ি ছাড়ছি। তাছাড়া মহাসড়কে পুলিশ রয়েছে, তেমন কোনো সমস্যা নেই।’   যশোর যাওয়ার জন্য সকালে গাবতলী টার্মিনালে আসা যাত্রী আজমাইনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে চলাচল করতে ভয় লাগেই। কিন্তু কি করবো, খুবই জরুরি কাজ। তাই চলে এলাম। সাড়ে ১০টার সততা পরিবহনের টিকিট কেটেছি।’   এদিকে হরতালের মধ্যে গাবতলী টার্মিনাল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পরিমাণ পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে টেকনিক্যাল মোড়, মাজার রোড, গাবতলী গরুরহাটের সামনে বেশি সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।   এসময় হরতালের দায়িত্বে থাকা দারুস সালাম থানার এসআই কাওসারের সঙ্গে কথা হলে তিনি জানান, সকাল থেকে গাবতলী এলাকায় সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। তেমন কোনো মিছিলও লক্ষ্য করা যায়নি।   উল্লেখ্য, গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত জোটের এক বিবৃতিতে হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছত্রিশ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৫.০১.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1