সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিনু-বুলবুল হুকুমের আসামি

প্রকাশিত: ০২:০৪ পিএম, জানুয়ারি ২৫, ২০১৫
একুশে সংবাদঃ রাজশাহীতে গভীররাতে গাড়িবহরের হামলা ও পেট্রোল বোমা মেরে একটি বাস ও একটি ট্রাক পোড়ানোর ঘটনায় বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি-জামায়াতের ৮৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।   শনিবার রাতে এসআই আশরাফুজ্জামান বাদী হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেন। বিএনপিসহ বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মতিহার থানার কাপাশিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাহারার মধ্যে ঢাকাগামী গাড়িবহরে পেট্রোল বোমা হামলা চালিয়ে রূপসী বাংলা নাইট কোচ ও একটি মাছবাহী ট্রাক পুড়িয়ে দেয় অবরোধকারীরা।   মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সভাপতি সারোয়ার আলম সিদ্দিকীকে প্রধান আসামি করে এ মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩০-৪০ জনকে। মামলায় বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং নগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে হুকুমের আসামি করা হয়েছে।   তাদের নির্দেশেই বিএনপি-জামায়াত ও তাদের সহযোগি সংগঠনের কর্মীরা ঢাকাগামী গাড়িবহরে পেট্রোল বোমা হামলা চালিয়ে একটি যাত্রীবাহী বাস ও একটি মাছবাহী ট্রাক পুড়িয়ে দেয় বলে জানান ওসি আলমগীর।   এ নিয়ে তিনটি মামলায় মিনু ও বুলবুলকে আসামি করা হয়েছে। এর আগের ২২ জানুয়ারি দুপুরে নগরীর কাদিরগঞ্জ ও ১৯ জানুয়ারি গভীররাতে ভদ্রা এলাকায় গাড়িবহরে বােমা হামলার অভিযোগের দায়ের করা একটি মামলায় বুলবুল এবং অপর মামলায় মিনু ও বুলবুলকে হুকুমের আসামি করা হয়।   ১৯ জানুয়ারি মামলার আসামি হওয়ার আগেই মিজানুর রহমান মিনু ও মামলার পর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল গা ঢাকা দেন। তাদের গ্রেপ্তারে কয়েকদিনে তাদের বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৫.০১.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1