সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাণিজ্যমেলার সময় ১০ দিন বাড়লো

প্রকাশিত: ০১:৪৬ পিএম, জানুয়ারি ২৫, ২০১৫
একুশে সংবাদঃ রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় আরো ১০ দিন বাড়ানো হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক এবং বাণিজ্যমেলার সদস্য সচিব রেজাউল করিম বলেন, ‘হরতাল-অবরোধের কারণে বাণিজ্যমেলার সময় আরো ১০ দিন বাড়ানো হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’   গত ১ জানুয়ারি ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়। মাসব্যাপী এ মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে মেলার সময় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।   বাণিজ্যমেলার উদ্বোধনের পর ৫ জানুয়ারিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে সারা দেশ। যার প্রভাব পড়ে মেলাতেও। সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান নেয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪ জানুয়ারি থেকে রাজধানীতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ৬ জানুয়ারি থেকে বিএনপির ডাকে টানা অবরোধের মুখে বাণিজ্যমেলা মুখ থুবড়ে পড়ে।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৫.০১.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1