সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঝুঁকিপূর্ণ সেক্স

প্রকাশিত: ১১:৩৮ এএম, জানুয়ারি ২৫, ২০১৫
একুশে সংবাদ : যৌনতাকে একসময় প্রকাশ্যে আলোচনার বিষয় বলে মনে করা হত না। এখনও রক্ষণশীল সমাজে এ ধারাটি বর্তমান। তবে গুরুত্বের খাতিরে বিষয়টি নিয়ে এখন হরহামেশা আলোচনা, গবেষণা চলছে বিশ্বব্যাপী। একাধিক টিভি চ্যানেল চালু আছে যেগুলোতে যৌন সম্পর্কিত জ্ঞান বিতরণ করা হয়। যৌন সম্পর্কিত নানা সমস্যা ও এর সমাধান নিয়ে টিভি পর্দায় হাজির হন উপস্থাপক। সঙ্গে থাকেন বিশেষজ্ঞ ডাক্তার। অনুষ্ঠান দেখার পর অনেকেরই বদলে যায় যৌনজীবন, এমনকি নিজের সম্পর্কে ধারণা। যারা এতদিন নিজেকে অসুস্থ মনে করে আসছিলেন তাদের অনেকে বুকে থাবা দিয়ে বলে ফেলেন ‘আমি পুরোপুরি সুস্থ, এগুলো সব মানসিক’। আবার কেউ কেউ নিজেকে সুস্থ মনে করলেও তার এ ধারণা ভুল প্রমাণিত হয়। এখন আসি আজকের মূল আলোচনায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যৌনতা সম্পর্কিত ধ্যান-ধারণার যেমন পরিবর্তন ঘটেছে, তেমনি বদলেছে যৌন আসন। চিরাচরিত প্রথা ভেঙে ‘ওম্যান অন টপ’ বিষয়টি এখন বেশ চর্চিত হচ্ছে অনেক দেশে। বিশেষ করে পাশ্চাত্যে এ বিষয় বেশি ছড়িয়ে পড়েছে। কিন্তু গবেষণায় প্রমাণিত- এই বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘অ্যাডভান্সেস ইন ইউরোলজি’ জার্নালে। প্রতিবেদন অনুযায়ী যৌনতায় সবচেয়ে বিপজ্জনক অবস্থান হলো ‘কাউগার্ল’ নামে পরিচিত একটি পজিশন। এ পজিশনে নারী থাকে উপরে। নিয়ন্ত্রন থাকে নারীর কাছে। গবেষকরা জানাচ্ছেন, ‘কাউগার্ল’ পজিশনে যৌনতার সময় আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ অবস্থানে যৌনতায় হাড় ভাঙার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে। নারীর দেহের ওজন পুরুষের যৌনাঙ্গের ওপর পড়ে, ফলে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা যা পুরুষ সঙ্গীটিকে সারাজীবনের জন্য যৌনজীবনে অক্ষম করে দিতে পারে। এছাড়া সন্তান ধারণের জন্যও এই পদ্ধতি উপযুক্ত নয়। অন্যদিকে সাধারণভাবে প্রচলিত যৌনতার আসনগুলো অনেক দিক দিয়ে নিরাপদ। বিশেষ করে যে আসনে পুরুষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, সেটাকেই নিরাপদ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যৌনতার সময় যেসব আঘাত পাওয়ার ঘটনা ঘটে সেগুলো এ গবেষণায় তালিকাবদ্ধ করা হয়। গত ১৩ বছরের পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আঘাতের ঘটনা ঘটে কাউগার্ল পজিশনে। এ অবস্থানে প্রায় অর্ধেক আঘাত পাওয়ার ঘটনা ঘটে। এর পরের অবস্থান রয়েছে বহুল প্রচলিত ‘ম্যান অন টপ’ অবস্থান। এ অবস্থায় যৌনতায় ২১ ভাগ আঘাত পাওয়ার ঘটনা ঘটে। যৌনতায় আঘাত পাওয়াদের গড় বয়স ৩৪ বছর। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০১-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1