সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১ ফেব্রুয়ারি ঢাকায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, জানুয়ারি ২০, ২০১৫
একুশে সংবাদ : বাংলা একাডেমি আগামী ১-৪ ফেব্রুয়ারি চার দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে। সম্প্রতি বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনস্থ সভাকক্ষে সাহিত্য সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যজন রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, নাট্যজন আতাউর রহমান, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি রফিক আজাদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি মুহাম্মদ সামাদ, ড. ফিরোজ মাহমুদ এবং বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ আবদুল হাই, শাহিদা খাতুন, ড. মো. হাসান কবীর, মোবারক হোসেন, ড. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। সভায় সাহিত্য সম্মেলনের চারটি উপপরিষদ গঠন করা হয়।   বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে আহ্বায়ক করে সাহিত্য সম্মেলন ঘোষণা উপপরিষদ গঠিত হয়। উপপরিষদের সদস্যরা হলেন রামেন্দু মজুমদার, মুহাম্মদ সামাদ ও তারিক সুজাত। এছাড়া কবিতা, কথাসাহিত্য ও নাটক বিষয়ক তিনটি পৃথক উপপরিষদ গঠন করা হয়। সভায় জানানো হয়, ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে সাহিত্য সম্মেলনে প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখবেন জার্মানির সাহিত্যিক হান্স হার্ডার, বেলজিয়ামের সাহিত্যিক ফাদার দ্যতিয়েন এবং ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, গবেষক ও ভাষাবিদ ড. পবিত্র সরকার। এছাড়া সাহিত্য সম্মেলন উপলক্ষে একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি সকালের অধিবেশনে সৈয়দ শামসুল হক সাহিত্য সম্মেলনের ‘ধারণাপত্র’উপস্থাপন করবেন। এছাড়া সৃষ্টিশীল সাহিত্যের তিনটি বিষয়ে তিন দিনব্যাপী দুটি করে অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত প্রথম অধিবেশন এবং বিকেল আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন। প্রতিটি অধিবেশনই অনুষ্ঠিত হবে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। ২ ফেব্রুয়ারি কথাসাহিত্য বিষয়ক অধিবেশনে প্রবন্ধ পাঠ করবেন সৈয়দ মনজুরুল ইসলাম, ৩ ফেব্রুয়ারি কবিতা বিষয়ক অধিবেশনে প্রবন্ধ পাঠ করবেন কবি মুহম্মদ নূরুল হুদা এবং ৪ ফেব্রুয়ারি নাটক বিষয়ক অধিবেশনে প্রবন্ধ পাঠ করবেন রামেন্দু মজুমদার।   সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ফ্রান্স, জার্মানি, সুইডেন, বেলজিয়াম, ডেনমার্ক, মালয়েশিয়া, ইকুয়েডরসহ বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার প্রায় পঞ্চাশজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, কথাসাহিত্যিক, নাট্যকার ও সাহিত্য-সমালোচক অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে রয়েছেন ফ্রাঁস ভট্টাচার্য, হান্স হার্ডার, ফাদার দ্যতিয়েন, মারিয়া বারেরা হেলেনা, তবিয়াস বিয়ানওনে, দাতু ড. আহমেদ কামাল আবদুল্লাহ, জার্মেইন ড্রুগেনব্রুট, সিন্ডিলি ব্রাউন, পিটার নাইবার্স, জামি ঝু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, নবনীতা দেবসেন, উদয় নারায়ণ সিংহ, কবি উৎপলকুমার বসু, কবি সুবোধ সরকার প্রমুখ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের লেখকদের পাশাপাশি ত্রিপুরা, আসাম এবং বিহারের মৈথিলি ও ভোজপুরি ভাষার বেশ কয়েকজন সাহিত্যিকও এ সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করবেন। একুশে সংবাদ ডটকম/আর/২০-০১-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1