সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পছন্দের তালিকায় শীর্ষে কাশ্মীরি শাল।

প্রকাশিত: ০১:১২ পিএম, জানুয়ারি ১৯, ২০১৫
একুশে সংবাদ : একদিকে হাড়কাঁপানো শীত, অন্যদিকে গোটা প্রকৃতিতে রঙের বাহার। আর এ রঙের বাহারে যোগ দিয়েছে শীতের পোশাকও। শীতের পোশাকের মধ্যে সকলের পছন্দের তালিকায় অন্যতম শীর্ষে কাশ্মীরি শাল। গোটা ভারতে আসল কাশ্মীরি শালের যে দোকানগুলো আছে তার মধ্যে অন্যতম প্রসিদ্ধ কলকাতার নিউমার্কেটের ‘পমপোশ কাশ্মীরি শাল এমপোরিয়াম’। ৮৫ বছর ধরে কলকাতাসহ গোটা বিশ্বের নাগরিকদের হাতে তারা তুলে দিচ্ছে আসল কাশ্মীরি শীতের পোশাক। এবারের শীতে প্রতিষ্ঠানের প্রত্যেকটি পণ্যে বাংলাদেশের নাগরিকদের দেওয়া হচ্ছে ৩৫ শতাংশ ছাড়। এজন্য দেখাতে হবে তার বাংলাদেশের পাসপোর্টটি। তাহলেই তিনি সরাসরি পাবেন ৩৫ শতাংশ ছাড়। ‘পমপোশ কাশ্মীরি শাল এমপোরিয়াম’- এ গেলেই দেখতে পাবেন সুই-সুতোর নিপুণতায় রঙের বাহারে নকশার কাজ। চোখের সামনে ভেসে উঠবে একের পর এক অসাধারণ শিল্পের নিদর্শন। ঠিক যেন খরস্রোতা পাহাড়ি নদী, যার প্রতিটি বাঁকে এক একটি স্বর্গীয় দৃশ্যপট। যে শিল্প সুষমা মাঝে মাঝেই কল্পনার সীমাকে অতিক্রম করে পৌঁছে যাবে এক অকল্পনীয় মাধুর্যে। স্পর্শ করবে অনুভূতির এক বিশেষ স্তরে। একের পর এক অভূতপূর্ব সৌন্দর্য সম্পূর্ণ আবিষ্ট করে রাখবে বেশ কিছুটা সময়। নিউমার্কেটের নিউ কমপ্লেক্সে প্রতিদিন এ দোকানে হাজির হন নানা জায়গার মানুষ। তাদের মধ্যে যেমন থাকেন বিভিন্ন দেশের নাগরিক, তেমনই থাকেন প্রবাসী ভারতীয়রা। শুধু শাল নয়, এখানে আছে আধুনিক কাশ্মীরি জ্যাকেটেও। ভারতের স্বাধীনতার আগে থেকেই পুরুষানুক্রমে এ প্রতিষ্ঠানের মালিকেরা কাশ্মীরে নিজেদের ওয়ার্কশপে শীতের পোশাক বানিয়ে চলেছেন। আর এ পোশাকগুলো ভারত ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। এবার জেনে নেওয়া যাক কিভাবে যাবেন কলকাতার নিউ মার্কেটের ‘পমপোশ কাশ্মীরি শাল এমপোরিয়াম’-এ। কলকাতার যেকোনো জায়গা থেকে পার্ক স্ট্রিটের নিউমার্কেট বা হগমার্কেটে চলে আসা যাবে। কলকাতার ওবেরয় গ্র্যান্ড হোটেল থেকে নিউমার্কেটের দূরত্ব ৩ মিনিটের রাস্তা। সদর স্ট্রিট থেকে সময় লাগবে ৩-৪ মিনিট। কলকাতা বিমানবন্দর থেকে ৩০ মিনিটের কম সময় পৌঁছে যেতে পারবেন ‘পমপোশ কাশ্মীরি শাল এমপোরিয়াম’-এ। নিউমার্কেটে হাজির হয়ে নিউ কমপ্লেক্সের অবস্থান জানতে চাইলেও যে কেউ আপনাকে দেখিয়ে দেবেন। আর নিউ কমপ্লেক্সে গেলেই আপনার চোখে পড়বে ‘পমপোশ কাশ্মীরি শাল এমপোরিয়াম’। সঙ্গে রাখতে পারেন ঠিকানাটিও- ১২৫ নিউমার্কেট, কলকাতা-৮৭। কলকাতায় এসে ফোন করতে পারেন (০৩৩) ২২৫২-১৯৬২ নম্বরে। অথবা ই-মেইল করতে পারেন kashmirshawlemporium@yahoo.co .in –এ ঠিকানায়। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০১-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1