সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেক্স ফেরোমন ট্র্যাপ

প্রকাশিত: ১২:২২ পিএম, জানুয়ারি ১৮, ২০১৫
একুশে সংবাদ : গল্পটা মেহেরপুর জেলার গৌরীনগর গ্রামের। কীটনাশক ব্যবহারে শুধু মানব স্বাস্থ্য নয়, আমাদের পরিবেশেরও যে মারাত্মক ক্ষতি হয়, তা বুঝতে পেরেছেন এ গ্রামের চাষীরা। প্রযুক্তিগত উন্নতি আমাদের জীবনযাপনকে অনেকটা সহজ করে দিয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, দিন শেষে এর বিরূপ প্রতিক্রিয়ায় আহত হয় আমাদের পরিবেশ। গল্পটা মেহেরপুর জেলার গৌরীনগর গ্রামের। কীটনাশক ব্যবহারে শুধু মানব স্বাস্থ্য নয়, আমাদের পরিবেশেরও যে মারাত্মক ক্ষতি হয়, তা বুঝতে পেরেছেন এ গ্রামের চাষীরা। আর তাই তো জমিতে কীটনাশক ব্যবহার না করে পরিবেশবান্ধব পদ্ধতিতে পোকামাকড় নিধনের ব্যবস্থা নিয়েছেন এখানকার চাষীরা। এমনই একজন কৃষক মেহেরপুরের মুজিবনগর উপজেলার বেগুনচাষী বাবুল হোসেন। তিনি চলতি মৌসুমে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে কীটনাশক ছাড়াই বেগুন উৎপাদন করেছেন। প্রথমবারই ব্যাপক সফলতায় মুগ্ধ বাবুল হোসেনসহ আশপাশের চাষীরা। কীটনাশক দিয়ে বেগুন আবাদে তাদের প্রচলিত ধারণাই পাল্টে দিয়েছে সেক্স ফেরোমন ট্র্যাপ পদ্ধতি। বাবুল হোসেন জানান, তার আবাদি জমিতে বেগুন চাষে প্রায় ২০ হাজার টাকার কীটনাশক প্রয়োগ করতে হতো। কৃষি অফিস ফেরোমন ট্র্যাপ বিনামূল্যে দিয়েছে। কোনো ধরনের কীটনাশক ছাড়াই জৈবিক পদ্ধতিতে আবাদ করেছেন। চাষ, সেচ ও সারসহ অন্যান্য খরচ ৪৭ হাজার টাকা। বেগুন বিক্রি করেছেন দেড় লাখ টাকার। শুধু কীটনাশক খরচ সাশ্রয় নয়, বিষমুক্ত সবজির ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য চাষীর উৎপাদিত বেগুনের চেয়ে তার বেগুন চড়া দামে বিক্রি হয়েছে। সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মধ্য দিয়ে পরিবেশের উপকারী পোকার সঙ্গেও তার পরিচয় ঘটেছে বলে জানান তিনি। আগামীতে শুধু বাবুল হোসেনই নন, আশপাশের চাষীরাও এ পদ্ধতিতে বেগুন আবাদ করবেন বলে জানালেন কয়েকজন বেগুনচাষী। কৃষি অফিস সূত্রে জানা গেছে, সেক্স ফেরোমন ট্র্যাপ হলো, কীটনাশকবিহীন পরিবেশবান্ধব উপায়ে ফসল উত্পাদন পদ্ধতি; যা বেশ কয়েক বছর ধরে কৃষি অফিসের পরামর্শে ব্যবহার করছেন এ অঞ্চলের চাষীরা। দেশের কয়েকটি কোম্পানি সেক্স ফেরোমন সরবরাহ করছেন। তবে এর ব্যবহারের ব্যাপকতা এখনো লাভ করেনি। এ পদ্ধতিতে মূলত ফসলের ক্ষতিকর পোকা দমন করা হয়। রক্ষা পায় ফসল ও পরিবেশের জন্য উপকারী পোকামাকড়। ক্ষেতের মধ্যে একটি বাঁশের লাঠির মাথায় একটি মুখ কাটা কৌটা ঝোলানো হয়। এর সঙ্গে সুতা দিয়ে ঝোলানো হয় সেক্স ফেরোমন লিওর। কৌটার মধ্যে থাকে পানি ও সাবানের ফেনা। ফেরোমন লিওরের গন্ধে আকৃষ্ট হয়ে পোকাগুলো সাবান-পানি মিশ্রণের মধ্যে পড়ে মারা যায়। এতে অন্য কোনো পোকা আকৃষ্ট হয় না। মূলত ফসলের ক্ষতিকর পোকামাকড়ের গায়ের গন্ধ আলাদা আলাদাভাবে চিহ্নিত করে ফেরোমন লিওর তৈরি করা হয়। ফোরোমন লিওরে থাকে ক্ষতিকর স্ত্রী পোকার গায়ের গন্ধ। এতে ওই জাতের পুরষ পোকা আকৃষ্ট হয়ে ট্র্যাপ অর্থাৎ ফাঁদে পড়ে। পুরুষ পোকা মারা যাওয়ায় ক্ষতিকর পোকাগুলোর বংশ বিস্তার হয় না। এতে রক্ষা পায় কৃষকের রক্তে ঘামে উৎপাদিত কাঙ্ক্ষিত ফসল। গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম জানান, সবজির মধ্যে বেগুনের পোকা দমনে সবচেয়ে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করতে হয়। এর মধ্যে ভলিউম ফেলাক্সি ও প্রোক্লেম গ্রুপের কীটনাশক অন্যতম। বেগুনের প্রধান শত্রু মাজরা পোকার মথ। পোকাগুলো বেগুন ও গাছের ডগা ছিদ্র করে। এতে বেগুনের ফলন ব্যাপক হারে কমে যায়। এ পোকা দমনে চাষীরা ক্ষতিকর কীটনাশক স্প্রে করেন। এ ধরনের বেগুন খেলে মানবদেহে ক্যান্সার ও ব্রেন স্ট্রোকসহ কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাছাড়া আমাদের দেশের সবজির গুণগত মান বিচারে দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে। শুধু অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে রপ্তানি হয় না। গ্রুপের কীটনাশক অন্যতম। বেগুনের প্রধান শত্রু মাজরা পোকার কিড়া। পোকাগুলো বেগুন ও গাছের ডগা ছিদ্র করে। এতে বেগুনের ফলন ব্যাপকহারে কমে যায়। এই পোকা দমনে চাষীরা ক্ষতিকর কীটনাশক স্প্রে করেন। এ ধরনের বেগুন খেলে মানব দেহে ক্যান্সার ও ব্রেন স্ট্রোকসহ কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাছাড়া আমাদের দেশের সবজির গুণগত মান বিচারে দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে। শুধুমাত্রা অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে রপ্তানি হয়না। সবজি ও ফল উৎপাদনে বিষষমুক্ত পদ্ধতি ব্যবহার সম্প্রসারণ হচ্ছে জানিয়ে মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মুফাখখারুল ইসলাম বলেন, ‘বেগুনে বিষ প্রয়োগের ৩০-৪০ দিন পর্যন্ত বিষের কার্যকারিতা থাকে। এর মধ্যে বেগুন খাওয়া ঠিক না। কিন্তু আমাদের এলাকার চাষীরা সকালে ক্ষেতের বেগুনে বিষ প্রয়োগ করে বিকেলে হাটে তোলেন। তাই বিষমুক্ত সবজি পাওয়ার লক্ষ্যে সেক্স ফেরোমন ট্যাফে ব্যবহার সম্প্রসারণের চেষ্টা চলছে। এ পদ্ধতিতে ফসলের উপকারী পোকা যেমন-লেডি বার্ড বিটল ও মাকড়সা রক্ষা করা যায়। এতে ফসল উৎপাদন বাড়ে। বিষমুক্ত সবজি একদিকে যেমন মানব দেহের জন্য বিকল্প নেই তেমনি এ পদ্ধতিতে চাষাবাদ করলে উপকারী কীট-পতঙ্গ রক্ষার মধ্য দিয়ে পরিবেশের ভারসম্য রক্ষা করা সম্ভব।’ একুশে সংবাদ ডটকম/আর/১৮-০১-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1