সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জের সাত খুন: সেনা সদস্য আসাদুজ্জামান রিমান্ডে

প্রকাশিত: ০২:০৮ পিএম, ডিসেম্বর ২১, ২০১৪
একুশে সংবাদঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলায় গ্রেপ্তারকৃত র‌্যাব-১১ এর সিপাহী সাবেক সেনা সদস্য আসাদুজ্জামানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।   রোববার দুপুরে ১০দিনের রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে হাজির করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।   এর আগে সকালে তাকে র‌্যাব-১১ এর আদমজীস্থ কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।   মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, আসাদুজ্জামান সাবেক সেনা সদস্য ও র‌্যাব-১১তে সিপাহী পদে কর্মরত ছিলেন।   নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আসাদুজ্জামানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।   বাদী পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথকভাবে দুইটি মামলা দায়ের করেন।   উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।   ৭ খুনের দু’টি মামলায় এ পর্যন্ত র‌্যাবের ১৭ জন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র‌্যাব কর্মকর্তাসহ ১৮ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ইতোমধ্যে ১৬ জন আদালতে সাক্ষী জবানবন্দি দিয়েছেন। একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২১.১২.১৪।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1