সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জানুয়ারির প্রথম সপ্তাহে বিশ্বকাপের চূড়ান্ত দল

প্রকাশিত: ০১:০৫ পিএম, ডিসেম্বর ২১, ২০১৪
একুশে স্পোর্টস: আগেই আসন্ন বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।     বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার জন্য আরও কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী মাসের প্রথম সপ্তাহে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। শনিবার এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ।     রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে কার্ডিফ-বিজয় আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচক।     অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা; আমাদের বিশ্বকাপ দলটা তাহলে কেমন হওয়া উচিত? এ বিষয়ে ফারুক আহমেদ বলেছেন, ‘বিশ্বকাপে আমাদের যেভাবে গ্রুপিং হয়েছে, তাতে করে গ্রুপের বাকি দলগুলোর দুর্বলতাগুলো সম্পর্কে চিন্তা করতে হবে। পাশাপাশি কোথায়, কখন খেলা হচ্ছে— এই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। এ সব বিবেচনায় এনে আমরা একটা দল সাজানোর চেষ্টা করব। জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা দল ঘোষণা করে ফেলব। এর আগে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের কিছু ম্যাচ আছে। দল নির্বাচনে ম্যাচগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। দল নির্বাচন করার সময় কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকে তারা দলে সব সময়ই খেলবে। এ ছাড়াও ২-৩ জন ক্রিকেটার বেশ ফর্মে রয়েছে বলে মনে করছি। সুপার লিগের খেলা শেষেই সব থেকে সেরা দলটা নির্বাচন করতে পারব।’     জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সুপার লিগ হবে জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত। এরপর ৭-৮ দিন বিশ্রাম নিবে ক্রিকেটাররা। এরপর ক্যাম্প শুরু হবে। ওই সময় উইকেটগুলোতেই অনুশীলন করা হবে। এ ছাড়া আমাদের কিছু বোলিং মেশিন আছে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ শুরুর আগে বিসব্রেন ক্রিকেটে একাডেমিতে ১৭ দিনের মতো একটা ক্যাম্প অনুষ্ঠিত হবে আমাদের। সেখানে ২টি অনুশীলন ম্যাচও আমরা খেলব। এভাবেই আমরা চেষ্টা করছি বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে।     তিনি বলেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতে উপমহাদেশের দলগুলোর সব সময়ই একটা সমস্যা হয়। আমরা এর থেকে ব্যতিক্রম নই। আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো ওভারকাম করার। আমার মনে হয়, কোচ অনেক পরিকল্পনা করেছে। তিনি অস্ট্রেলিয়ায় অনেকদিন কাজ করেছেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবকিছু ওভারকাম করা সম্ভব।’     সম্প্রতি মামলাজনিত ঝামেলায় জড়ানো পেসার রুবেল হোসেন প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমাদের নির্বাচকদের কাজ হচ্ছে পারফরম্যান্স দেখে দল নির্বাচন করা। কারো পরিবারের বা ব্যক্তিগত ঝামেলার বিষয়টি এর সঙ্গে মেলানো যাবে না।’     বিশ্বকাপে ক্রিকেটারদের কোনো লক্ষ্য বেঁধে দেওয়া হবে কিনা, এই প্রশ্নে তিনি বলেছেন, ‘টার্গেটের কথা বলতে গেলে তো বলতে হয় যে, আমরা বিশ্বকাপের ফাইনাল খেলতে চাই। কিন্তু বাস্তবতার সঙ্গে মিল রেখে টার্গেট ঠিক করতে হয়। আমরা কোথায় খেলছি, কার বিপক্ষে খেলছি— এই বিষয়গুলো ভাবতে হবে। আমাদের প্রথম টার্গেট, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে সেরা ক্রিকেট খেলা।’     একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1