সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিহারের এক গ্রামে মেয়েদের জিন্স পরা নিষিদ্ধ

প্রকাশিত: ১২:২৯ পিএম, ডিসেম্বর ২১, ২০১৪
একুশে সংবাদ ডেস্ক: মেয়েদের জিন্স এবং মোবাইল ব্যাবহারের উপর ফতোয়া জারি করেছে বিহারের একটি গ্রাম পঞ্চায়েত৷ তাদের দাবি, মোবাইল ও জিন্সই মেয়েদের বিপথে নিয়ে যাচ্ছে৷ সংস্কার ভুলে উচ্ছন্নে যাচ্ছে তারা৷     বিডিও কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানান, হাতুয়া ব্লকের সিংহ পঞ্চায়েতের সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই বৈঠকে হাজির ছিলেন গ্রামের মুখিয়া কৃষ্ণ চৌধুরী ও সরপঞ্জ বিনয় কুমার শ্রীবাস্তব৷     সরপঞ্জের বক্তব্য, ‘পাশ্চাত্য প্রভাব থেকে মেয়েদের দূরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁদেরকে দেশের ঐতিহ্যবহন করতে হবে৷ ভারতীদের মতো জীবনধারণ করতে হবে৷ এতেই সকলের মঙ্গল৷’     পঞ্চায়েত জানায়, নিজেদের এলাকার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে এই নিয়ম কার্যকর করা হবে৷     অন্যদিকে, মুখিয়া কৃষ্ণ চৌধুরী বলেন, জিন্স, ট্রাউজার ও মোবাইল ফোন মেয়েদের জন্য নিষিদ্ধ করা হয়েছে৷ এগুলি মেয়েদের মানসিক ও শারীরিক দিক থেকে প্রভাবিত করছে৷     একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1