সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশে যৌনকর্মীর সংখ্যা ৭৪ হাজার

প্রকাশিত: ১১:৪৪ এএম, ডিসেম্বর ২১, ২০১৪
নিজস্ব প্রতিবেদক: সামাজিক মূল্যবোধের কারণে যতোই অবাঞ্ছিত হোক বাংলাদেশে পেশাদার যৌনকর্মীর সংখ্যা পৌনে এক লাখ। যাদের বড় একটি অংশ ভাসমান। আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য দিয়েছে।     শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে যৌনকর্মীদের জাতীয় সম্মেলনে এ তথ্য জানানো হয়।     সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের এইচআইভি এইডস প্রোগ্রাম ম্যানেজার মৌসুমী আমিন।     তিনি বলেন, ‘দেশে ৭৪ হাজার ৩০০ যৌনকর্মী রয়েছেন। যাদের ৫ শতাংশ হোটেলে, ৪১ শতাংশ ভাসমান ও ৫৪ শতাংশ যৌনপল্লীতে অবস্থান করছেন।’     দুর্জয় নারী সংঘ ও বাংলাদেশ উইমেন’স হেলথ কোয়ালিশনের যৌথ উদ্যোগে যৌনকর্মীদের আত্মমর্যাদা, সামাজিক স্বীকৃতি ও বাঁচার অধিকার শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।     সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য মো. শাহ আলম। তিনি বলেন, ‘যৌনকর্মীদের সামাজিক স্বীকৃতির জন্য পৃথক আইন প্রণয়নের প্রয়োজন। যার মাধ্যমে যৌনকর্মীদের পুনর্বাসন ও তাদের সন্তানদের শিক্ষাসহ অন্যান্য অধিকার নিশ্চিত হবে।’     ন্যাশনাল এইডস/এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর হোসাইন সারওয়ার খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নায়ার ইকবাল, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি হেনা আক্তার, দুর্জয় নারী সংঘের সভাপতি রহিমা বেগম প্রমুখ।     একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1