সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২৪-২৮ ডিসেম্বর রিহ্যাবের শীতকালীন মেলা

প্রকাশিত: ১১:২৭ এএম, ডিসেম্বর ২১, ২০১৪
একুশে সংবাদ : রিয়েল এস্টেট হাইজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ৫ দিনব্যাপী ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’ আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে এবারের ফেয়ার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভপতি রবিউল হক জানান, রিহ্যাবের এবারের মেলায় ১৫০টি স্টল ও কো-স্পন্সর হিসেবে ১৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তিনি জানান, রাজনৈতিক কারণে গত বয়েক বছর ধরে আবাসন ব্যবসায় মন্দাভাব বিরাজ করছে। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও রিহ্যাবের পক্ষ থেকে সরকার কর্তৃক আবাসান প্রকল্প নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবি জানিয়ে আসছে। পাবলিক প্রাইভেট পার্টনারশীপ চুক্তির আওতায় প্রকল্পগ্রহণ করা হলে এই শিল্পকে এগিয়ে নেয়া যাবে। রবিউল হক বলেন, ‘রিহ্যাব ২০০১ সাল থেকে উইন্টার ফেয়ার করে আসছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমোদিত প্রকল্প উপস্থাপন, প্রর্দশন ও বিক্রয় করবে। তবে অনুমোদনহীন প্রকল্প উপস্থাপন, প্রদর্শন ও বিক্রয় করতে না পারে সে জন্য রিহ্যাব ও রাউজকের সমন্বয়ে গঠিত একটি দল সার্বক্ষণিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ তিনি জানান, ২০০১ সাল থেকে ঢাকায় ১৩টি, চট্টগ্রামে ৮টি, যুক্তরাষ্ট্রে ১২টি এবং যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা, সিডনিতে একটি করে রিহ্যাব হাউজিং ফেয়ারের আয়োজন করা হচ্ছে। বিদেশের এসব মেলার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে বলেও দাবি করেন তিনি। রিহ্যাব ফেয়ারে প্রবেশমূল্য সিঙ্গেল ৫০ ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। প্রবেশ টিকিটে থাকবে র‌্যাফেল ড্র এবং ৪২ ইঞ্চি এলইডি টিভিসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবিউল বলেন, ‘রিহ্যাবের কাছে গ্রাহক পর্যায় থেকে যদি ১০০টি অভিযোগ আসে তার মধ্যে ৯৫টি অভিযোগ সমাধান করা হয়। বাকি ৫টি বিভিন্ন কারণে সমাধান হবে না।’ এসময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও প্রেস অ্যান্ড মিডিয়া স্টান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো. শাকিল কামাল চৌধুরী, কার্য নির্বাহী সদস্য প্রকৌশলী মো. সরওয়ার্দী ভূঁইয়া, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা ও কামাল মাহমুদ প্রমুখ। একুশে সংবাদ ডটকম/আর/২১-১২-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1