সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পে-কমিশনের প্রতিবেদন জমা

প্রকাশিত: ১০:৩৩ এএম, ডিসেম্বর ২১, ২০১৪
নিজস্ব প্রতিবেদক: ৮ হাজার ২০০ টাকা সর্বনিম্ন ধাপের মূল বেতন আর সর্বোচ্চ ধাপে ৮০ হাজার টাকা সুপারিশ করে বহুল কাঙ্ক্ষিত পে-কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে।     রোববার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে রিপোর্ট তুলে দেন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।     প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী বলেন, এটি একটি ভালো রিপোর্ট। সরকার খুশি মনে এ নতুন বেতন কাঠামো ২০১৫-১৬ অর্থবছর (আগামী ১ জুলাই) থেকে কার্যকর করবে।     পে-কমিশনের প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোতে ১৬টি স্কেল গ্রেড রাখা হয়েছে। এ ছাড়া বাড়ি ভাড়া, গৃহনির্মাণ, চিকিৎসা ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাবও থাকছে।     বর্তমানে ২০০৯ সালে প্রণয়ন করা বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ মূল বেতন ৪৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার ১০০ টাকা। আর এ কাঠামোতে রয়েছে ২০টি গ্রেড।     ‘জাতীয় বেতন স্কেল-২০০৯’-এ সর্বোচ্চ ৭৪ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছিল। এই মুহূর্তে সরকারি চাকরিজীবীরা ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা ২০১৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1