সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফাইনালে নামছে সৌরভ-শচীন

প্রকাশিত: ০৬:০২ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
একুশে স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ২২ গজে লোকগাথার জুটি ছিলেন। একে অন্যের প্রতি বরাবর শ্রদ্ধাশীল তারা। দু’জনে ভালো বন্ধু। সেই সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার এবার পরস্পরের মুখোমুখি।     না, ক্রিকেট মাঠে নয়, ফুটবল-যুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে সৌরভের অ্যাতলেতিকো ডি কলকাতা ও শচীনের কেরালা ব্লাস্টার্স।     আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭ টায় মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।     ১০ সপ্তাহ আগে শুরু হয়েছিল এ টুর্নামেন্ট। আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি দলগুলোতে সদ্য সাবেক হওয়া বিশ্বমানের ফুটবলাররা খেলেছেন। পাশাপাশি ছিলেন ভারতের হালের দেশি-বিদেশি সেরা ফুটবলাররাও।     বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলামও ডাক পেয়েছিলেন সৌরভের দলে। তবে দুর্ভাগ্য, কোনো ম্যাচে নামানো হয়নি তাকে। এমনকি সৌরভের অনুরোধও শোনেননি দলের একগুঁয়ে কোচ আন্তোনিও লোপেজ হাবাস।     এতটাই একরোখা এ স্প্যানিশ কোচ, আজ ফাইনালে নামাচ্ছেন না দলের ১ নম্বর স্ট্রাইকার ইথিওপিয়ার সাবেক অধিনায়ক ফিকরু তেফেরাকে। যিনি এখন পর্যন্ত দলের পক্ষে সর্বাধিক ৫ গোল করেছেন। শৃঙ্খলাজনিত কারণে ও ফিটনেসের দোহাই দিয়ে ফিকরুকে মুম্বাইয়ে টিম হোটেলেই জায়গা দেননি হাবাস। ফিরে যেতে বলেছেন কলকাতায়।     তাই কলকাতার স্প্যানিশ কোচ আজ দল সাজাচ্ছেন তার দেশি ফুটবলারদের নিয়ে। ভরসা রাখছেন অধিনায়ক লুইস গার্সিয়ার ওপর। সঙ্গে থাকছেন স্ট্রাইকার কাভিন লোবো, মিডফিল্ডার জোফ্রে মাতেউ গনজালেস ও বোর্জা ফার্নান্দেস। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কিংশুক মণ্ডল, অর্ণব মণ্ডল, জোসেমি, বিশ্বজিৎ সাহা, বালজিৎ শাহনিরা থাকছেন।     হাবাস বলে দিয়েছেন, “এর আগে টুর্নামেন্টে ২ বার কেরালার মুখোমুখি হয়ে জিততে পারিনি। তাই কঠিন ম্যাচই হবে। আমার কৌশল হবে পাল্টা আক্রমণ করে খেলা। আমি আগে রক্ষণ সামলাব, তারপর আক্রমণে যাব। এটাই হবে আমার গেমপ্ল্যান। পুরো টুর্নামেন্টে আমরা এভাবেই খেলেছি।”     এদিকে আগের ২ ম্যাচের হিসাবে একটু হলেও মানসিকভাবে এগিয়ে থাকবে কেরালা। কারণ ওই ২ ম্যাচের একটিতে ড্র, অপরটিতে জিতেছিল কেরালা। দলটির আক্রমণভাগ বেশ দুর্দান্ত। স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান স্ট্রাইকার ইয়ান হিউম এখন পর্যন্ত দলের হয়ে ৫ গোল করেছেন। সঙ্গী হিসেবে আছেন মেহতাব হোসেন ও স্টেফান পিয়ারসন। অধিনায়ক সাবেক ইংল্যান্ড গোলকিপার ডেভিড জেমস নির্ভর করছেন নিউক্যাসলের সাবেক স্ট্রাইকার মাইকেল চোপড়ার ওপরও। মাঝমাঠে থাকবেন নাইজেরিয়ার পেন ওর্জি। নির্মল ছেত্রী, সেড্রিক হেংবার্ট, গুরবিন্দর সিং ও সাবিথকে নিয়ে কেরালার রক্ষণও যথেষ্ট মজবুত।     অলআউট আক্রমণ বনাম কাউন্টার অ্যাটাক— উদ্বোধনী আইএসএল ফাইনাল তাই জমে উঠবে বলে মনে করছেন তারকারা।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1