সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তারেকের শব্দ বোমায় আতঙ্কিত সরকার

প্রকাশিত: ০৪:২৯ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শব্দ বোমায় অবৈধ আওয়ামী সরকার আতঙ্কিত।     শনিবার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।     শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান যখনই এ অবৈধ সরকারের দুর্নীতি-দুঃশাসন, নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য দেন, তখনি এ অবৈধ আওয়ামী সরকারের মাথা ব্যথা শুরু হয়। এ আওয়ামী সরকার তারেক রহমানের সত্য বক্তব্যে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে মামলা দায়ের করে।’     তিনি বলেন, ‘এ অবৈধ আওয়ামী সরকার দেশের মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। কারণ তারা জনগণের মতামতকে অগ্রাহ্য এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করে গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আর এখন এ অবৈধ সরকার প্রশাসনকে ব্যবহার করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়।’     বিএনপির এ নেতা বলেন, ‘এ অবৈধ সরকার একটি মামলাবাজ সরকারে পরিণত হয়েছে। কেউ অবৈধ সরকারের সমালোচনা করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলা করে তারেক রহমানকে ধমিয়ে রাখা যাবে না। তিনি দেশ ও দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে সত্য কথা বলে যাবেন।’     তিনি বলেন, ‘জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। আর আগামীতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যে আন্দোলনে কর্মসূচি ঘোষণা করবেন তাতে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।’     নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদের পরিচালনায় কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহজাহান কবির শাহীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী।     সমাবেশের পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল কাজির দেউড়ী থেকে শুরু হয়ে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষে হয়।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1