সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যৌন সমস্যা : প্রয়োজন সচেতনতা

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
একুশে সংবাদ : যৌন সমস্যা এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সচুয়াল মেডিসিনের (এসএএসএসএম) উদ্যোগে ‘ম্যানেজমেন্ট অব সেক্সচুয়াল ডিসফাংশন’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে বৃহস্পতিবার বক্তারা এ মন্তব্য করেন। তারা বলেন, মানুষের স্বাভাবিক যৌনজীবন ও সমস্যা চর্চায় প্রয়োজন উচ্চতর মানের অনুশীলন, গবেষণা, শিক্ষা ও নীতি-নির্ধারণ। এসএএসএসএম’র সভাপতি (নির্বাচিত) এবং বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন—বিএসএমএমইউ’র মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সামসুল আহসান। এসময় যৌন সমস্যা এবং এর ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক সর্ম্পকে বিষদ আলোচনা করেন অধ্যাপক মির্জা এম এইচ ফয়সাল, ডা. মো. আবুল কাশেম চৌধুরী, ডা. মো. ফিরোজ আমিন ও ডা. নাজনীন আহমেদ। বক্তারা আরও বলেন, মানুষের স্বাভাবিক যৌনজীবন ও সমস্যা বিষয়ক চর্চায় উচ্চতর মানের অনুশীলন, গবেষণা, শিক্ষা ও নীতি নির্ধারণে সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সচুয়াল মেডিসিন (এসএএসএসএম) প্রচার, উৎসাহ ও সহায়তা করে আসছে। সেক্সচুয়াল মেডিসিন একটি মাল্টিডিসিপ্লিনারি বিষয় এবং এর সঙ্গে এন্ড্রোলজিস্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এন্ড্রোক্রাইনোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মানসিক রোগ বিশেষজ্ঞ ও ইউরোলজিস্টসহ অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণ জড়িত রয়েছেন। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ সোসাইটি অব এন্ডোক্রাইনোলজির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, অবসটেট্রিক এ্যান্ড গাইনিকলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস’র সভাপতি অধ্যাপক এম এ সালাম, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াটিস্ট’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী। তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। সেমিনার শেষে ধন্যবাদ জানান এসএএসএসএম’র কাউন্সিল মেম্বার ও ইউনিমেড ইউনি হেলথ ম্যানুফেকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন। একুশে সংবাদ ডটকম/আর/২০-১২-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1