সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশের একমাত্র ভাসমান রেস্টুরেন্ট ‘সুরমা রিভার ক্রুজ’

প্রকাশিত: ১১:১৬ এএম, ডিসেম্বর ২০, ২০১৪
নিজস্ব প্রতিবেদক: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সুরমা নদীতে উদ্বোধন হলো সিলেটের প্রথম ভাসমান রেস্টুরেন্ট ‘সুরমা রিভার ক্রুজ’।     শুক্রবার রাতে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী দক্ষিণ সুরমা ঝালোপাড়া ঘাট থেকে জাহাজটিতে চড়ে সুরমা নদী ঘুরে শহরের দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িসংলগ্ন চাঁদনীঘাটে এসে জাহাজটির উদ্বোধন করেন।     আধুনিক এই বিনোদন জাহাজটি ঘাটে এসে পৌঁছলে উৎসুক সিলেটবাসী এই ভাসমান রেস্টুরেন্টটি দেখার জন্য চাঁদনীঘাটে এসে ভিড় করেন।     জানা গেছে, সুরমা রিভার ক্রুজটিতে রয়েছে একসঙ্গে ২৫০ জন মানুষের বসার হলরুম, নিচে কনফারেন্স রুম, ওপরে ভিআইপি রুম, ৬টি অত্যাধুনিক বাথরুম ও দুটি বেডরুম। তিনতলাবিশিষ্ট ক্রুজটি শীতাতপনিয়ন্ত্রিত।     উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। মানুষের জন্য বিনোদনের খুবই প্রয়োজন রয়েছে। মানুষকে বিনোদনের একটি সুন্দরতর জায়গা করে দিয়েছে সুরমা রিভার ক্রুজ। এ জাহাজে চড়ে মানুষ সারা সুরমা নদী ঘুরে খাওয়া-দাওয়া ও বিনোদন করতে পারবে। এ জাহাজটি জনগণের কল্যাণে নির্মিত হয়েছে, এ জন্য জনগণকে সকল প্রকার সাহায্য-সহযোগিতা করতে হবে।’     রেস্টুরেন্টের পরিচালক মিসফাক আহমদ চৌধুরী মিশুর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. এ কে এম আবদুল মুবিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, শিফা হাফিজ প্রমুখ।     স্বাগত বক্তব্য রাখেন সুরমা ক্রুজের পরিচালক শান্ত দেব। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রুজের পরিচালক সজীব রঞ্জন দাশ, আবুল কালাম আজাদ ছোটন, জিয়াউল হক জিয়া, মানস দাশগুপ্ত, কাউসার আহমদ, কয়সর আহমদ, দেওয়ান মুজাদ্দিদ গাজী, মুজাহিদ ভূঁইয়া মান্না, এনায়েতুর রহিম, ইকবালুর রহিম, রাজীব দাশ প্রমুখ।     জাহাজটির পরিচালকরা জানান, বাংলাদেশে এটিই প্রথম রিভার কোচ, প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে দেশের বিখ্যাত জাহাজ প্রস্তুতকারক কোম্পানি টি.কে শিপইয়ার্ড তিন বছরে এটি প্রস্তুত করেছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে এসে জাহাজটি সিলেটের সুরমা নদীর কিনব্রিজ-সংলগ্ন সুরমা নদীর ঘাটে স্থায়ীভাবে থাকবে। প্রতিদিন দুপুরে ও রাতে এখানে বুফে সিস্টেমে খাবার পাবেন গ্রাহকরা। সকালে এবং বিকেলে থাকবে নির্ধারিত খাবার। বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য আগ্রহীরা পুরো কোচ অগ্রিম বুকিং দিয়ে ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন।     তারা আরো জানান, সুরমা রিভার ক্রুজ বাংলাদেশে নতুন এবং আধুনিক একটি প্রতিষ্ঠান। এটি ব্যবহারের এবং খাবারের মূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। শৌখিন সিলেটিদের বিনোদনের জন্যই তাদের এই নতুন সংযোজন।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1