সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সময়ের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি!

প্রকাশিত: ১০:৩৪ এএম, ডিসেম্বর ২০, ২০১৪
একুশে সংবাদ ডেস্ক: পাকিস্তানে এই মুহূর্তে এবং ধরে নেওয়া যায় দেশটির ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ব্যক্তির নাম উমর মানসুর। যার ডাক নাম ‘নারি’। পশতু ভাষায় নারি মানে ‘চিকন’।     এই চিকনের তৈরি পরিকল্পনা মতো গত মঙ্গলবার হামলা চালানো হয় পাকিস্তানের পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে। তালেবান জঙ্গিদের এই হামলায় প্রাণ হারায় ১৩২ শিশুসহ ১৪১ জন।     কোনো মানুষকে হয়তো এতোটা ঘৃণা কখনো করবে না পাকিস্তানিরা। শুধু পাকিস্তান কেন বিশ্ববাসীর কাছেই সে এখন ঘৃণার পাত্র। এমনকি তার যে তিনটি সন্তান রয়েছে, বাবার এই নিষ্ঠুরতার কথা শোনার পর হয়তো তারাও তাকে ঘৃণা করবে।     বৃহস্পতিবার তালেবান প্রকাশিত এক ভিডিওতে আঙ্গুল উঁচিয়ে বুক পর্যন্ত লম্বা ঘন দাড়িওলা এক ব্যক্তিকে ১৬ ডিসেম্বরের ঘটনার মূল্যায়ন করতে দেখা গেছে। নিচে নাম লেখা রয়েছে উমর মনসুর।     ভিডিও বার্তায় উমর বলেন, ‘আমাদের নারী ও শিশুদের যদি শহীদের মৃত্যু হয়, তাহলে তোমাদের শিশুরা রেহাই পাবে না। তোমরা আমাদের ওপর যেভাবে আক্রমণ করবে আমরাও একইভাবে তোমাদের ওপর হামলা চালাবো এবং আমাদের নিরাপরাধদের হত্যার প্রতিশোধ নেবো।’     বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে উমরের বিষয়ে জানতে পাকিস্তানের ছয় তালেবান যোদ্ধার সাক্ষাৎকার নেয়া হয়েছে।     রয়টার্সকে ওই যোদ্ধারা বলেন, ১৬ ডিসেম্বর স্কুলে হামলার মূল পরিকল্পনাকারী উমর। সে নোবেল জয়ী নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারী মোল্লা ফাইজুল্লাহর খুব ঘনিষ্ঠ। তার ডাক নাম নারি। পশতু এই শব্দের অর্থ চিকন। ব্যক্তিগত জীবনে উমর দুই কন্যা ও এক পুত্রের জনক।     তার ব্যাপারে এক তালেবান যোদ্ধা জানান, উমর মনসুরের আরও দুই ভাই রয়েছে। ২০০৭ সালে পাকিস্তান তালেবান গঠনের আগে তারা মাঝে মাঝে করাচিতে শ্রমিক হিসেবে কাজ করতো।     আরেক তালেবান সহযোদ্ধা জানান, নীতির ব্যাপারে উমর মনসুর খুব কঠোর। সে খুব কঠিনভাবে জিহাদের নীতি মেনে চলে। তবে তার কনিষ্ঠদের ব্যাপারে সে খুব সদয়।     দুই তালেবান যোদ্ধা জানান, রাজধানী ইসলামাবাদে উমর হাইস্কুল পর্যন্ত পড়েছে। এরপর সে মাদরাসায় ভর্তি হয়।     ভিডিওিটিতে উমরকে পেশোয়ার ও এর পার্শ্ববর্তী দারা আদম খেল এলাকার আমির বলে দাবি করা হয়। ভিডিওতে উমরের পরিচিত ও বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছেন তার কয়েকজন সহযোদ্ধা।     উমর মনসুর খুব ভালো ভলিবল খেলোয়াড়। তার সঙ্গে সব সময় একটি বল ও নেট থাকে। যেখানেই তার কার্যালয় বদল হোক না কেন সঙ্গে সেই বল আর নেট থাকবেই।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1