সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এম এ ছালাম

প্রকাশিত: ১০:২৭ এএম, ডিসেম্বর ২০, ২০১৪
একুশে সংবাদ : দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও অভিজাত ‘চট্টগ্রাম ক্লাব’র নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামে ব্যবসায়ী সমাজের জনপ্রিয় মুখ ও এফবিসিআই’র পরিচালক এম এ ছালাম। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৫১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা এমএ ছালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক ব্যবসায়ী নেতা ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪০৮। এছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন তাজিক করিম। সদস্য নির্বাচিত হয়েছেন- আশিক ইমরান, রাহাত বিন আসাদ, নুর উদ্দিন জাবেদ, সৈয়দ আহসানুল হক শামীম, সোহাইল মোহাম্মদ শাকুর, ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী খান, মোসলেহ উদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদ, অলক নন্দী। উল্লেখ্য, ১৮৭৮ সালে প্রতিষ্ঠার পর ১৯০৮ সালে ঐতিহ্যবাহী অভিজাত চট্টগ্রাম ক্লাবটি রেজিস্টার্ড কোম্পানি হিসেবে ‘চিটাগাং ক্লাব লিমিটেড’ নামে যাত্রা শুরু করে। দেশের অন্যতম এ ক্লাবের বিভিন্ন ক্যাটাগরিতে বর্তমান সদস্য সংখ্যা প্রায় দুই হাজার। ক্লাবের সুবিধার মধ্যে রয়েছে- বিনোদন, অতিথি আপ্যায়নের ব্যবস্থা, পুরুষ ও নারীদের জন্য পৃথক হেলথ ক্লাব, বার, কনফেকশনারি, ডাইনিং রুম ও লাইব্রেরির ব্যবস্থা। এছাড়াও ক্লাবের সদস্যদের জন্য রয়েছে ফুটবল, ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস, স্কোয়াশ, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড ও স্নুকার খেলার সুবিধা। ক্রীড়া, সাংস্কৃতিক ও মানবিক সেবা কর্যক্রম পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম ক্লাব পৃথিবীর ৫২টি দেশের ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে চলছে। একুশে সংবাদ ডটকম/আর/২০-১২-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1