সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নাটোরে দুপক্ষের সংঘর্ষে ৩১জন গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৪:৪১ পিএম, ডিসেম্বর ১৯, ২০১৪
নাটোর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে ৩১জন গুলিবিদ্ধ হয়েছে।     শুক্রবার সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলের দূর্গম এলাকা ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।     এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ২৮জনকে স্থানীয় ভাবে চিকিৎসা ছাড়াও বগুড়া, সিংড়া ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।     প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল আটটার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়াবাড়ি গ্রামের গোয়ালপাড়ার সাইফুল ইসলাম গ্রুপ ও মোল্লাপাড়ার আমজাদ হোসেন গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়।     প্রায় চার ঘন্টাব্যাপী এই সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে নারীসহ ৩১জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে জাহানারা বেগম (৪৫), বাবু সরকার (৩৫) ও খুকুমনিকে (২৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশির ভাগই বিএনপি পন্থি মোল্লাপাড়ার আমজাদ গ্রুপের সদস্য বলে জানা গেছে।     পুলিশ দুপুরে একটি বন্দুক, অব্যবহৃত দুটি গুলি ও চারটি গুলির খোসা এবং একটি রামদাসহ গোয়ালপাড়া গ্রুপের প্রধান সাইফুল ইসলাম, তার সহকারী দানেশ আলী ও আসালত প্রামানিককে আটক করেছে।     সাইফুল নিজেকে জেলা যুবলীগের নেতা পরিচয় দিলেও জেলা যুবলীগের নেতা জাহিদুল ইসলাম ভোলা বলেছেন, সাইফুল যুবলীগ নয় আওয়ামী লীগ কর্মী। তবে স্থানীয়রা জানিয়েছে, আহতরা রাজনৈতিক দলের কর্মী হলেও শুক্রবারের সংঘর্ষের সঙ্গে কোন রাজনৈতিক সর্ম্পক নেই।     নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থলেই রয়েছেন। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এক গ্রুপের প্রধান সাইফুল ইসলামসহ তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।     ঘটনাস্থল পরিদর্শন শেষে ৩১জন গুলিবদ্ধি হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে তিনি নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিনসহ ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি সবাইকে ধৈর্য্যধারণ করার জন্য বলেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।     একুশে সংবাদ ডটকম/মামুন/১৯.১২.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1