সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ট্রেন্ডিং সার্চ ২০১৪’র তালিকায় এগিয়ে বাংলাদেশের ‘এসএসসি রেজাল্ট’

প্রকাশিত: ১২:২৫ পিএম, ডিসেম্বর ১৯, ২০১৪
একুশে সংবাদ : এ বছর (২০১৪ সাল) গুগল সার্চে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে ‘এসএসসি রেজাল্ট’। আর আন্তর্জাতিকভাবে অনুসন্ধানে শীর্ষে আছে অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামস। ১৭ ডিসেম্বর ‘ট্রেন্ডিং সার্চ ২০১৪’র তালিকা প্রকাশ করে ইন্টারনেট দুনিয়ার জনপ্রিয় তথ্য অনুসন্ধানের মাধ্যম গুগল। যেখানে দেখা যায় google.com.bd থেকে এসএসসি, এইচএসসি রেজাল্টের পর সবচেয়ে বেশি খোঁজ হয়েছে বিশ্বকাপ ২০১৪। আর আলোচিত মানুষের তালিকায় বাংলাদেশ থেকে আছে কন্ঠশিল্পী আখি আলমগীর এবং মডেল নায়লা নায়েমের নাম। বাংলাদেশ থেকে খোজকৃত শীর্ষ ১০’এর তালিকায় এছাড়াও রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এনটিআরসিএ, আইপিএল ২০১৪, কিক, ব্যাং ব্যাং এবং ঈদ এসএমএস। আলোচিত সেরা ১০ জনের তালিকায় প্রথমে আছে জেনিফার লরেন্স। এরপর রবিন উইলিয়ামস, সুচিত্রা সেন, জেমস রদ্রিগুয়েজ, নাঈলা নায়েম, অমৃতা অরোরা, কৃতি শ্যানন, আঁখি আলমগীর, অর্পিতা খান এবং নেইমার। আর সারা বিশ্বের মানুষের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে যে বিষয়গুলো সেই তালিকার প্রথমে রবিন উইলিয়ামস দিতীয়তে আছে বিশ্বকাপ। তালিকার ৩ নাম্বারে আছে ভয়ঙ্কর ইবোলা। এরপর মালয়েশিয়া এয়ারলাইন্স, এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ, ফ্ল্যাপি বার্ড, কনচিতা ওরস্ট, আইএসআইএস, ফ্রোজেন, সোচি অলিম্পিক। “গুগলের কমিউনিকেশন ও পাবলিক অ্যাফেয়ার্স প্রধান জেফরি ইউসুফ বলেন, গুগল সার্চ একটি সাংস্কৃতিক ব্যারোমিটার হিসেবে কাজ করে। যেসব মূখ্য ঘটনা, জনপ্রিয় ব্যাক্তিত্ব ও আলোচিত সব প্রবণতা সমষ্টিগতভাবে বাংলাদেশীদের জীবনে প্রভাব বিস্তার করেছে তারই একটি প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে এটি। “বেশিরভাগ মানুষই তথ্যের জন্য গুগলের কাছে আসে আর আমরা বিশ্বাস করি, যে তালিকা বাংলাদেশের অনুসন্ধানের উপর তৈরি হয়েছে সেটা জাতীয় ভাবধারা বা সময়ের সাথে মানানসই”। উল্লেখ্য, ইন্টারনেটে এ বছর সারা বিশ্বের মানুষের প্রবণতা ছিল কোথায় গুগল প্রকাশিত এই প্রতিবেদন থেকে তারই একটা সুস্পষ্ট ধারণা প্রতীয়মান হয়। একুশে সংবাদ ডটকম/আর/১৯-১২-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1