সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যাত্রার প্রথম দিন মাঝপথে বিকল এমভি গ্রিন লাইন

প্রকাশিত: ১১:১৬ এএম, ডিসেম্বর ১৭, ২০১৪
একুশে সংবাদ : আনুষ্ঠানিক যাত্রা শুরু করার প্রথম দিনই টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ সাগর পথে মাঝ সাগরে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইন -১ বিকল হয়ে পড়ে। ফলে বাড়তি ভাড়া দিয়ে কম সময়ে পৌঁছতে এই জাহাজে করে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যাওয়া ভিআইপি ও দেশী-বিদেশী পর্যটকগণ চরম ভোগান্তির শিকার হয়েছেন বলে জানা গেছে। উক্ত জাহাজে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদও রয়েছেন বলে জানা গেছে। সেন্টমার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন জানান-জাহাজটি টেকনাফ স্থলবন্দর জেটি ঘাট থেকে ১৬ ডিসেম্বর সকালে রওয়ানা দিয়ে ঘণ্টাখানেক চলার পর মাঝ সাগরে বিকল হয়ে যায়। উক্ত জাহাজে জাতীয় সংসদ সদস্য ও আবদুর রহমান বদি এবং টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ ছাড়াও ভ্রমণে আসা দেশের বিভিন্ন আসনের আরও ৭ জন এমপি এবং তাঁদের পরিবার পরিজনও রয়েছেন। মাঝ সাগরে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইন -১ বিকল হওয়ায় সেন্টমার্টিন দ্বীপ থেকে স্পীড বোট পাঠিয়ে দ্বীপে আনার ব্যবস্থা করা হয়েছে। কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন লে. কমান্ডার শরিফ উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঝ সাগরে বিকল হওয়া জাহাজে আটকে পড়া পর্যটকদের স্পীড বোটযোগে দ্বীপে আনার ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর জাহাজটি কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একুশে সংবাদ ডটকম/আর/১৭-১২-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1