সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আ.লীগ, ১৪ দল ও এরশাদ ইতিহাসের ভিলেন

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
একুশে সংবাদ: বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ, ১৪ দল ও এরশাদ বাংলার ইতিহাসের ভিলেন হয়ে থাকবে।   বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. মিলনের ২৪তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।   বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও এরশাদ সমর্থন দিল। এমন একটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নেই। পৃথিবীর কোনো দেশের ইতিহাসে আছে কিনা তা আমার জানা নেই।’   একই সঙ্গে তিনি বলেন, ‘এদের বিচার হবে এবং এ বিচার আসন্ন। ’   তিনি অভিযোগ করে বলেন, ‘শতকরা ৫/১০ ভাগ ভোটারকে জোর করে ভোটকেন্দ্রে নিয়ে গিয়েছিল। তাছাড়া আর কেউ ভোট দিতে যায়নি। আর নির্বাচন কমিশন ৪০ ভাগ মানুষ দেখিয়ে দিল। ইতিহাসের কাছে অপরাধী হবেন তারা। তারা যদি ভেবে থাকেন সঠিক ইতিহাস লেখা হবে না, এটা ভুল ধারণা। অবশ্যই ইতিহাস লেখা হবে। ইতিহাস তাদের বিচার করবেই করবে। অন্যায়ের বিচার হবে, সেই দিন বেশি দূরে নয়।’   ৫ জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থানকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের দায়িত্ব নিয়ে, গণতন্ত্র রক্ষায় দ্রুত নির্বাচন দিন। ’   সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এরশাদকে বিশেষ দূত বানিয়ে রাষ্ট্রের পতাকা দিলেন। রাজাকারের গাড়িতে পতাকা দিলে অপরাধ হয়। তবে তারা তো তখনও রাজাকার প্রমাণিত হননি। কিন্তু এরশাদ তো প্রমাণিত শক্র, তার গাড়িতে পতাকা দেওয়া কি অপরাধ নয়?’   গণতন্ত্রের জন্য ডা. মিলনের অবদান তুরে ধরে তিনি বলেন, ‘তার ঋণ শোধ করতে হবে। এই জন্য যারা ৫ জানুয়ারি নিবার্চন করেছে, এরশাদকে সঙ্গী করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। ’   তিনি বলেন, হত্যাকারী এরশাদের সঙ্গে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।   আয়োজক সংগঠনের সভাপতি ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ড্যাবের মহাসচিব ডা. এজেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাচিব রফিকুল ইসলাম বাচ্চু।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1