সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গণতন্ত্রকে হত্যা করা হয়েছে: খালেদা জিয়া

প্রকাশিত: ০৩:২৮ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
একুশে সংবাদ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।   বুধবার ‘শহীদ ডা. মিলন দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন।   খালেদা জিয়া বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন তিনি।   ডা. মিলনের শাহাদৎবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করেন খালেদা জিয়া।   স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই মিলন শহীদ হয়েছেন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, গণতন্ত্রের জন্য তার এই সর্বোচ্চ ত্যাগ এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস।   তিনি আরো বলেন, একদলীয় দুঃশাসনের করাল গ্রাসে বহুদলীয় গণতন্ত্রের পথচলা গিলে ফেলা হয়েছে। গণতন্ত্র আবারো গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে।   বিএনপি চেয়ারপারসন গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলো চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রকে মজবুত ভীতের ওপর দাঁড় করাতে হবে। আর তাহলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1