সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাস্তা পারাপার : ডিএমপি'র সমালোচনায় 'পবা'

প্রকাশিত: ০২:৪৯ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
একুশে সংবাদ : ফুটওভার ব্রিজ ও আন্ডার-পাসসহ পথচারী পারাপারের অন্যান্য মাধ্যমগুলো পারাপার-বান্ধব না করেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পথচারী পারাপার অভিযানের এই উদ্যোগের সমালোচনা করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলন-পবার নেতারা।   বুধবার সকালে রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে এক আলোচনা সভায় তাঁরা এই উদ্যোগের সমালোচনা করে বলেন, পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের পরিবেশ সৃষ্টি না করে ডিএমপির এই উদ্যোগের ফলে শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীরা ভোগান্তির শিকার হচ্ছেন।     তাঁরা এ সময়, ফুটওভার ব্রিজ ব্যবহার না করাই সড়ক দুর্ঘটনার কারণ নয় উল্লেখ করে, এই অভিযানের আগে আরো প্রচারের প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন। রাজধানীতে ৪৪ শতাংশ রাস্তায় ফুটপাত নেই জানিয়ে, ফুটপাত অবমুক্ত ও আরো ফুটপাত নির্মাণের ওপর গুরুত্ব দেন তারা।       একুশে সংবাদ ডটকম/এফরান/২৬.১১.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1