সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিরিয়ায় বিমান হামলায় ৯০ জন নিহত

প্রকাশিত: ১২:২৮ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
একুশে সংবাদ ডেস্ক: সিরিয়ার রাক্কা শহরে সরকারি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। দেশটির মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে এ কথা জানিয়েছে আলজাজিরা।   মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের ওই শহরটির আবাসিক এলাকায় চালানো ওই হামলায় আরো অন্তত ১২৫ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে বলে খবরে বলা হয়েছে।   স্থানীয় মানবাধিকারকর্মীরা ফেসবুকে জানান, রাক্কা রেড ক্রিসেন্টের কর্মীরা ৬০টিরও বেশি লাশ ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করেছে।   এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই বিমান হামলায় অন্তত তিন শিশু নিহত হয়েছে। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, ‘শহরের শিল্প এলাকায় চালানো ধারাবাহিক দু’টি বিমান হামলায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।’   তিনি বলেন, ‘প্রথম হামলায় হতাহতদের উদ্ধারের আগেই দ্বিতীয় বিমান হামলাটি চালানো হয়।’   উল্লেখ্য, ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরুর পরপরই প্রাদেশিক রাজধানী রাক্কাতে নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। সম্প্রতি আইএস (ইসলামিক স্টেট) শহরটিকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1