সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

'দ্রুতই পে-স্কেল বাস্তবায়নের ব্যবস্থা নেয়া হবে'

প্রকাশিত: ০৯:৪২ এএম, নভেম্বর ২৬, ২০১৪
একুশে সংবাদ : আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পাওয়ার পরপরই পে স্কেল বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পেস্কেল নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।   সংসদকে অর্থমন্ত্রী আরো জানান, সঞ্চয়পত্রে সুদের হার বৃদ্ধির কোন পরিকল্পনা নেই সরকারের।   এদিকে, প্রত্যেক ইউনিয়নে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।   তিনি জানিয়েছেন, নাগরিকদের সেবার মান দ্রুত ও অত্যাধুনিক করতে জাতীয় ই-সেবা আইনের খসড়া প্রণয়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ফাইবার অপটিকের মাধ্যমে দেশব্যাপী ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।     একুশে সংবাদ ডটকম/এফরান/২৬.১১.০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1