সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তারেক-কোকোর খেলাপি ঋণ ৪০ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৮ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সোনালী ব্যাংকের কাছে ৪০ কোটি ১৪ লাখ ২ টাকা ঋণ খেলাপি।   মঙ্গলবার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বেগম ফজিলাতুন নেসা বাপ্পির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।   অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার দুই ছেলে ড্যান্ডি ডাইং লিমিটেডের নামে সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহন করেন। কিন্তু আজ অবধি তা পরিশোধ করেননি। ২০১৪ সালের সিআইবি ডাটাবেজে এটি অন্তর্ভুক্ত আছে।’   আগামী ১৫ ডিসেম্বের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন ও চাকরি কমিশন-২০১৩ প্রতিবেদন দাখিল করা হবে। কমিশনে প্রতিবেদন প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।   সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেনের (পটুয়াখালী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমরা সকল সরকারি-বেসরকারি ব্যাংকের সর্বোচ্চ সুদের হার ১৩ শতাংশ করার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দিয়েছি।’   বর্তমানে সুদের হার এক ডিজিটের নিচে নামার কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সরকারি ব্যাংকগুলো কোনো কোনো প্রকল্পে ৪-১৩ শতাংশ সুদ নিয়ে থাকে।’ আক্ষেপ করে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সুদের হার কমানোর চেষ্টা করেও তা বাস্তবায়ন করা কঠিন। কেননা এখানে বেশি সুদের হারে ডিপোজিট করা কালচার তৈরি হয়ে আছে।   এছাড়া এখানকার ব্যবসায়ীদের মধ্যে সমঝোতার প্রয়োজন। ব্যবসায়ীরা-শিল্পপতিরা যখন ব্যবসা করতে যান তখন সুদের হার কমানোর কথা বলেন, আবার তারা যখন ব্যাংকের পরিচালক পদে বসেন তখন সুদের হার বাড়ানোর কথা বলেন। তাদের এই দ্বৈততা বা লোভ কমানো দরকার। তা না হলে সুদের হার কমবে না।’   আগামীতে বিভিন্ন আমানতে সুদের হার কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৫.১১.২০১৪  

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1