সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘ফোর্সেস গোল- ২০৩০’ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে: রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৪:১৩ পিএম, নভেম্বর ২৫, ২০১৪
যশোর প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “বর্তমান সরকারের ‘রূপকল্প- ২০২১’ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল- ২০৩০’ চূড়ান্তকরণ ও পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।’’   মঙ্গলবার যশোর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সিগন্যাল কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পঞ্চম কোর পুনর্মিলনী কুচকাওয়াজে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।   রাষ্ট্রপতি বলেন, ‘ফোর্সেস গোল- ২০৩০ এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া বর্তমান সরকারের সময়ই শুরু হয়েছে। পেশাগত দক্ষতা বাড়াতে শুরু হয়েছে নতুন ধারার তথ্যপ্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও বেসামরিক শিক্ষা কার্যক্রম।’ ‘সেনাসদস্যদের চাকরির সীমা, পদমর্যাদা ও পদোন্নতির সুযোগও বাড়ানো হয়েছে। এসব কার্যক্রম সেনাবাহিনীর আধুনিকায়নে সহায়তা করবে’ বলেও তিনি উল্লেখ করেন।   যশোর সেনানিবাসের সিগনাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা/সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   কুচকাওয়াজ শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্যারেড কমান্ডার ও প্যারেডে অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি যশোর সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল সংলগ্ন স্মৃতিসৌধ ‘অমর প্রাণ’-এ পুষ্পস্তবক অর্পণ করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।   সিগন্যাল কোরের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি সেনাবাহিনীর উন্নয়নে ও জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করায় সিগন্যাল কোরের ভূয়সী প্রশংসা করেন।   উন্নত প্রযুক্তির ইন্টারনেট সেবা নিশ্চিত করনে রাষ্ট্রপতি বলেন, “টুজি, থ্রিজির পর এখন ফোরজি প্রযুক্তি উন্মুক্ত করার পরিকল্পনা করছে সরকার। বিদেশী স্যাটেলাইটের ওপর নির্ভরতা পরিহার করতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণেরও পরিকল্পনা রয়েছে।”   সিগন্যাল কোর শুরু থেকেই মূল্যবান এ দেশীয় সম্পদের ব্যবহারে সম্পৃক্ত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৫.১১.২০১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1