সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আমাকে আঘাত করলে, আমি প্রত্যাঘাত করি : মমতা

প্রকাশিত: ০৪:৪০ পিএম, নভেম্বর ২৩, ২০১৪
  একুশে সংবাদ : ‘আমাকে আঘাত করা হলে আমি রাজনৈতিকভাবে প্রত্যাঘাত করি। আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমার মাথা নত করিয়ে কেউ কিছু করতে পারবে না।’ শুক্রবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক জনসভায় এসব কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগণা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূল কর্মীদের উদ্দেশে নদিয়ার সেন্ট্রাল পার্কের ওই সভায় তিনি বলেন, ‘গর্ব করে বলতে হবে আমি তৃণমূল কংগ্রেস করি।’ আগামী বছরের শুরুতেই পুরসভা নির্বাচন উপলক্ষে এই সভা থেকেই কার্যত প্রচারণা শুরু হয়ে গেল। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘ভদ্রভাবে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মাতা উঁচু করে চলতে হবে।’ আজকের এই সভায় পঞ্চায়েত স্তর থেকে শুরু করে, ব্লক ও জেলা স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আজও তিনি অন্যান্য স্থানের মত বিজেপির নাম না করে ধর্মগুরু এবং দাঙ্গাগুরু প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, ‘আমরা সর্বধর্ম সমন্বয় নীতিতে বিশ্বাস করি। আমরা সবাইকে নিয়ে চলি। রামকৃষ্ণ পরমহংস দেব বলে গেছেন, ‘যত মত, তত পথ’। মমতা বলেন, ‘মাকে কেউ মা বলে, কেঊ মাদার বলে, কেউ আম্মা বলে। জলকে কেউ জল বলে কেউ পানি বলে কেউবা ওয়াটার বলে। সবাইকে নিয়ে চলতে হবে, সর্বধর্ম সমন্বয়। এই সমন্বয়ের কথা গান্ধিজীও বলেছেন, নেতাজীও বলেছেন, রবীন্দ্রনাথও বলেছেন, নজরুলও বলেছেন, পন্ডিত জওহরলাল নেহরুও বলেছেন, আম্বেদকরও বলেছেন।’ এভাবে বিরাজমান সম্প্রীতি রক্ষার ওপর জোর দেন তিনি। গত সাড়ে তিন বছরে রাজ্য সরকার যেসব উন্নয়নমূলক কাজকর্ম করেছে, তা মানুষের মধ্যে তুলে ধরার নির্দেশ দেন দলীয় দায়িত্বশীলদের। একুশে সংবাদ ডটকম/আর/২৩-১১-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1