সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আবারো বেড়েছে পেঁয়াজ রসুনের দাম

প্রকাশিত: ১১:২৫ এএম, নভেম্বর ২২, ২০১৪
একুশে সংবাদ : পেঁয়াজ ও রসুনের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক সপ্তাহে নতুন করে বেড়েছে পামঅয়েল ও সয়াবিনের দাম। তবে কমেছে সবজির দাম। চালের বাজারও স্থিতিশীল রয়েছে। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। কারওয়ানবাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচ, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ বেশিরভাগ সবজির দাম কমেছে। বাজারে প্রতি কেজি বেগুন ৪০ টাকা, কাঁচা টমেটো ৪৫, গাজর ৩৫, ঢেঁড়স ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল ৪০, মুলা ২৫, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে শুক্রবার। মাঝারি আকারের প্রতিটি ফুলকপি বিক্রি হয়েছে ২৫ টাকায়। প্রতিটি বাঁধাকপির দাম রাখা হয়েছে ২৫ টাকা। এছাড়া চিচিঙ্গা প্রতি কেজি ৪৫, বরবটি ৫০, করলা ৪৫, কচুরলতি ৪০, কচুরমুখি ৪০, পেঁপে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৪২ টাকা। ৪০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪২ টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে। ১১৫ থেকে ১২০ টাকা দরে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে বলে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অবশ্য বাস্তবে কোনো বাজারেই পণ্যটি ১২৫ টাকার কমে বেচাকেনা হতে দেখা যায়নি। আগের সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১৫ থেকে ১৩০ টাকা বিক্রি হয়েছে বলে জানায় টিসিবি। এছাড়া লেয়ার মুরগি বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে। গরুর মাংস ৩০০ ও খাসীর মাংস ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহে চালের বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রতি কেজি মিনিকেট চাল ৫০ থেকে ৫২, নাজিরশাইল ৪৮, পারিজা ৩৯ থেকে ৪১, বিআর-আটাশ ৪২, বিআর-ঊনত্রিশ ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/২২-১১-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1