সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় যৌনউত্তেজক ট্যাবলেট ও ফেনসিডিল জব্দ

প্রকাশিত: ১১:১৫ এএম, নভেম্বর ২২, ২০১৪
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার কুতুবপুর ও গোয়ালপাড়া সীমান্ত থেকে ৫০ হাজার পিস যৌনউত্তেজক ট্যাবলেট ও ৮৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। যার মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মনিরুজ্জামানের নির্দেশে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার সাইফুল ইসলাম ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুর সীমান্তের ৯২/৬ আর পিলারের কাছে একটি ঝোপে ওৎপেতে ছিল। এসময় ৬-৭ জন চোরাচালানিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা ৫ টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস যৌনউত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আবুল হোসেন ফোর্সসহ গোয়ালপাড়া সীমান্তে টহল দেওয়ার সময় ৩ জন চোরাচালানিকে দেখে ধাওয়া করলে ৩ টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।     একুশে সংবাদ ডটকম/কামরুজ্জামান সেলিম/সংগ্রাম/২২.১১.১৪।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1