সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কৃষিঋণ বিতরণে ৭ ব্যাংকের অবস্থান শূন্য

প্রকাশিত: ০৩:২৫ পিএম, নভেম্বর ২১, ২০১৪
একুশে সংবাদ : চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ব্যাংকগুলো কৃষি খাতে মোট ঋণ বিতরণ করেছে তিন হাজার ৮৮২ কোটি ৭০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ২৫ শতাংশ। তবে বিতরণকৃত এ ঋণ গত অর্থবছরের (২০১৩-১৪) একই সময়ের তুলনায় পাঁচ দশমিক ৮১ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংকগুলো এ খাতে মোট ঋণ বিতরণ করেছিল চার হাজার ১২২ কোটি ৪৫ লাখ টাকা। আর চলতি বছরের চার মাসে সাতটি ব্যাংক কোনো প্রকার ঋণই বিতরণ করতে পারেনি। এ চার মাসে কোনো ঋণ বিতরণ না করা ব্যাংকগুলোর পাঁচটি বিদেশি মালিকানার ব্যাংক ও দুটি নতুন অনুমোদন পাওয়া ব্যাংক। অন্যদিকে সব মিলিয়ে লক্ষ্যমাত্রার ১০ শতাংশও ঋণ বিতরণ করেনি ১৩টি ব্যাংক। আর লক্ষ্যমাত্রার ২০ শতাংশের নিচে থাকা ব্যাংকের সংখ্যা রয়েছে ২২টি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিতরণের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চার মাসে ঋণ বিতরণ না করা ব্যাংকগুলো হলো- বিদেশি মালিকানার ব্যাংক আল-ফালাহ, কমার্সিয়াল ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। আর নতুন অনুমোদন পাওয়া ব্যাংক দুটি হলো ফারমার্স ব্যাংক ও এনআরবি ব্যাংক। অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার ১০ শতাংশেরও কম ঋণ বিতরণ করেছে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মধ্যে একটি এবং বেসরকারি ৩৯টি ব্যাংকের মধ্যে পাঁচটি। ব্যাংকগুলো হলো- রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১৫ হাজার ৫৫০ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রখাতের চার ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) ও বিশেষায়িত দুই ব্যাংক(বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)-এর মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় হাজার ১৪০ কোটি টাকা। এর মধ্যে প্রথম চার মাসে এ ব্যাংকগুলো বিতরণ করেছে দু’হাজার ১৫০ কোটি টাকা। বিতরণকৃত এ ঋণ তাদের লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৫২ শতাংশ। বিদেশি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে ছয় হাজার ৪১০ কোটি টাকা। প্রথম চার মাসে ব্যাংকগুলো বিতরণ করেছে এক হাজার ৭৩২ কোটি টাকা, যা তাদের বার্ষিক লক্ষ্যমাত্রার ২৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী তফসিলভুক্ত সব ব্যাংকে তাদের মোট ঋণ বিতরণের ২.৫ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে। যদি কোনো ব্যাংক লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণে ব্যর্থ হয় তাহলে তার প্রভিশন (সাধারণ সঞ্চিতি) থেকে ওই পরিমাণ টাকা কেটে রাখা হয়। একুশে সংবাদ ডটকম/আর/২১-১১-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1